ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৬, ৭ জুলাই ২০১৭

টুকরো খবর

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ জুলাই ॥ জামালপুর সদরের মেষ্টা ইউনিয়ন পরিষদের অতিদরিদ্রদের মধ্যে ঈদের খাদ্য সহায়তার ৫১ বস্তা গম কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করার অভিযোগে মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামিনুর ইসলাম তালুকদার ও হাজিপুর বাজারের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বুধবার একটি মামলা দায়ের হয়েছে। জামালপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। এর পর থেকে জামিনুর ইসলাম তালুকদার ও আব্দুর রাজ্জাক পলাতক। জানা গেছে, শনিবার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাকের বাদল হোমিও হলে পুলিশ অভিযান চালান। ওই ওষুধের দোকান থেকে খাদ্য অধিদফতরের চিহ্নযুক্ত ৫০ কেজি ওজনের ৫১ বস্তা গম জব্দ করা হয়। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ছেলের বাসায় বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃহস্পতিবার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আয়েশা বেগম (৭০)। সে ময়মনসিংহের নান্দাইল থানার আহমদপুর গ্রামের মৃত আবদুর রহমানের স্ত্রী। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ও আয়েশার ছেলে দুলাল মিয়া জানান, গ্রামের বাড়ি থেকে গত মঙ্গলবার আয়েশা বেগম গাজীপুরের গাজীপুরায় তার ছেলে দুলাল মিয়ার বাসায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে দশ বছর বয়সী নাতি আসিককে নিয়ে আয়েশা বেগম বৃহস্পতিবার সকালে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তারা জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে যাওয়ার জন্য রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আয়েশা বেগম ঘটনাস্থলেই মারা যায়। তবে তার নাতি আশিক অক্ষত অবস্থায় রক্ষা পায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নীলফামারীতে কৃষক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে সুধাংশু রায় (৩৩) নামের এক কৃষক। বৃহস্পতিবার ভোরে তার দ্বিখ-িত মরদেহ পাওয়া যায় সৈয়দপুর উপজেলার বিমানবন্দরের পশ্চিম প্রান্তের চৌমহী নামক রেললাইনের ওপর। ওই কৃষক সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত চৈতন্য চন্দ্র রায়ের ছেলে। সে এক ছেলে ও এক মেয়েসন্তানের বাবা। নিহত কৃষকের স্ত্রী কণিকা রানী রায় জানান, তার স্বামী গত দুই বছর ধরে মানসিক রোগে ভুগছিল। তার চিকিৎসা চলছে। এ অবস্থায় সে কৃষিকাজও করে আসছে। বুধবার রাতে খেয়েদেয়ে তারা সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম হতে উঠে ঘরে তার স্বামীকে দেখা যায় না। অনেক খোঁজাখুঁজির পর খবর পাওয়া যায় বাড়ি হতে দুই কিলোমিটার দূরে চৌমহী নামক স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে আমার স্বামীর লাশ শনাক্ত করি। সন্ত্রাসী হামলা ॥ মামলা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ চাঁদা না দেয়ায় শহরের কেওয়াটখালি ওয়াপদার স্টাফ কোয়ার্টার এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহরের কেওয়াটখালি বলাশপুর এলাকার মৃত মতিউর রহমানের পুত্র সাইদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে কেওয়াটখালি ওয়াপদার স্টাফ কোয়ার্টার এলাকায় মোখলেছুর রহমানের নির্দেশে মাহমুদুল হাসান লিমন, মাইনুল হাসান সুমন ও অজ্ঞাতনামা ৩/৪ সন্ত্রাসী সাইদুলের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা চাপাতি, লোহার রড, হকিস্টিক দিয়ে কুপিয়ে ও সাইদুলের মোটরসাইকেলের ব্যাপক ক্ষতিসাধন করে। এসময় সাইদুলের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে এলে রক্ষা পায় সাইদুল। পাকুন্দিয়ায় বিদ্যুতস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ জুলাই ॥ জেলার পাকুন্দিয়ায় ফ্রিজ সারাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মাহমুদুর রহমান মামুন (২৮) নামে এক ইলেক্ট্রিশিয়ান নিহত হয়েছে। সে উপজেলার মাইজহাটি গ্রামের মৃত মাওলানা মাইজ উদ্দিনের ছেলে। বুধবার রাতে সদরের জালুয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মামুন পেশাগত কাজে ওইদিন সন্ধ্যায় সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আঃ রহমানের বাড়িতে ফিজ্র মেরামত করতে যায়। গোপালগঞ্জে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কুটি মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে ফ্রিজের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিতে অসাবধানতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ফুলছড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, ফুলছড়িতে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুর রউফ মিয়া (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে। ঘরের মধ্যে থাকা টেলিভিশনের বিদ্যুত সংযোগ ঠিক করতে গিয়ে আব্দুর রউফ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আব্দুর রউফ উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের মৃত এলাহী বকসের ছেলে। তিন ব্যবসায়ীর জরিমানা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘বিএডিসির আমন বীজ দ্বিগুণ দামে বিক্রি, বাগেরহাটে বিপাকে কৃষক’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার থেকে জেলাব্যাপী বীজ বিক্রয়ে মনিটরিং শুরু হয়েছে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাটের শরণখোলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএডিসির এক ডিলারসহ ৩ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ার মুক্তার উপজেলা সদর রায়েন্দাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। বেশি দামে আমন ধানের বীজ বিক্রির অভিযোগে রায়েন্দাবাজারের ব্যবসায়ী ও বিএডিসির ডিলার শহিদুল ইসলামকে ১০ হাজার, সাহা মিষ্টান্ন ভা-ারকে ১০ হাজার এবং চাল মিল মালিক হারুন অর রশিদকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
×