ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৬:০৫, ৭ জুলাই ২০১৭

রাবির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবি সংবাদদাতা ॥ বর্ণাঢ্য অনুষ্ঠান-আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হলো দেশের দ্বিতীয় প্রাচীন এ বিশ্ববিদ্যালয়টির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন, পায়রা উড়ানো ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক এম সাইদুর রহমান। তিনি বলেন, শুধু ডিগ্রী পাওয়ার আশায় গবেষণা করা থেকে বেরিয়ে এসে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য গবেষণা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেনÑ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আনন্দ কুমার সাহা। সদরপুরে পুলিশের গ্রেফতার বাণিজ্য সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ জুলাই ॥ সদরপুরে মোটরসাইকেলে ইয়াবা রেখে শ্রাবণ ইসলামকে আটক করে মোটা অংকের টাকা দাবি এবং টাকা না দেয়ায় মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মোটরসাইকেলে ইয়াবা রেখে বেআইনীভাবে আটক করে মামলা দেয়ার প্রতিবাদে এলাকাবাসী বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত সদরপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে দুপুর ১২টার দিকে সদরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবু কালাম মৃধা। লিখিত বক্তব্যে বলার হয়, তার ভাগিনা শ্রাবণ ইসলাম ঢাকার প্রাইভেট গাড়িচালক কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক। তিনি বন্ধুদের নিয়ে বুধবার রাতে বাবুরচর বাজারের আনসার শপিং কমপ্লেক্স পিকনিকের আয়োজন করেন। নেত্রকোনায় বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ জুলাই ॥ পুলিশের হস্তক্ষেপে কেন্দুয়া উপজেলায় দুই কিশোর-কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বাল্যবিয়ে থেকে মুক্ত হওয়া এ কিশোর-কিশোরীরা হচ্ছেÑ চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের সাইকুল ইসলামের ছেলে শাহীন মিয়া (১৬) ও মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী মহিমা আক্তার (১২)। কেন্দুয়া থানার এসআই আবুল খায়ের জানান, বুধবার রাতে ছিলিমপুর গ্রামের সাইকুল মিয়ার বাড়িতে ওই দুই কিশোর-কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সেখানে হাজির হলে বর ও কাজি পালিয়ে যায়। পরে দুই পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে পুলিশ বিয়েটি বন্ধ করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৬ জুলাই ॥ আদালতের নির্দেশে কেরানীগঞ্জে ওয়াকফ এস্টেটের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তার আটি বাবুরগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। অভিযানে শিকারীটোলা মৌজার আরএস ৫নং খতিয়ানের ৭৩ নং দাগের ৪৩ শতাংশ জমির ওপর নির্মিত আধাপাকা কয়েকটি দোকানঘর ভেঙ্গে দিয়ে দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উন নবী তালুকদার।
×