ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াই বছর পর সচল হলো সিইউএফএল

প্রকাশিত: ০৬:০০, ৭ জুলাই ২০১৭

আড়াই বছর পর সচল হলো সিইউএফএল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদনের চাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আওতাধীন এ সার কারখানায় গত বুধবার উৎপাদন শুরু হয়। দীর্ঘ সময় বন্ধ থাকায় জমে যাওয়া যন্ত্রপাতি চালু হয়ে পুরোদমে উৎপাদনে যেতে কিছু সময় লাগবে। তবে উৎপাদন অব্যাহত রাখার বিষয়টি কাঁচামাল অর্থাৎ গ্যাসের চাপ ও সরবরাহের ওপর নির্ভর করছে। সিইউএফএল সূত্রে জানা যায়, রিঅ্যাক্টর এবং কুলিং টাওয়ার নষ্ট হয়ে যাওয়ায় ২০১৫ সালের ৩১ জানুয়ারি সার কারখানাটি বন্ধ হয়ে যায়। ১৮ কোটি টাকা ব্যয়ে রিঅ্যাক্টর এবং ২১ কোটি টাকায় মেরামত করা হয় কুলিং টাওয়ার। অবশেষে রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ শেষে কারখানাটির উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর পারে ১৯৮৭ সালে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিইউএফএল। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। পুরোদমে উৎপাদন চালু রাখতে কারখানাটির দৈনিক গ্যাসের চাহিদা ৫০ মিলিয়ন ঘনফুট। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( কেজিডিসিএল) বুধবার ৪৭ দশমিক ৭২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিয়েছে। গ্যাসের প্রাপ্তি সাপেক্ষে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। তাছাড়া যন্ত্রপাতি সচল রাখতেও সার কারখানাটির উৎপাদনের চাকা চালু রাখা প্রয়োজন বলে অভিমত কর্তৃপক্ষের। বেড়ায় যুবলীগ নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে হরতাল পালন সংবাদদাতা, বেড়া, পাবনা, ৬ জুলাই ॥ বেড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে উপজেলার নগরবাড়ী ঘাটে হরতাল পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার নগরবাড়ী বাস টার্মিনাল থেকে বগুড়া ও পাবনাগামী কোন বাস ছেড়ে যায়নি। এছাড়া কোন অটোরিক্সা, মাইক্রোবাস, তিন চাকার ডুয়েস এমনকি ভ্যান-রিক্সা পর্যন্ত চলতে দেয়া হয়নি। সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরবাড়ী ঘাটের মসজিদ মোড়ে এসে সমাবেশ করে। সমাবেশে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য দেনÑ পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কেএম রফিকুল্লাহ্, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান আলী, যুবলীগ নেতা আকতার হোসেন, জুয়েল মাহমুদ, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। টাঙ্গাইলে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ জুলাই ॥ পরপর দুবার স্থগিত হওয়া নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারকে বৃহস্পতিবার সকালে বেসরকারীভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার ওই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীক নিয়ে ছয় হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।
×