ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার জেগে উঠবে নেপোলিÑ বিশ্বাস আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের

নেপলসের নাগরিকত্ব পেলেন ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:৫২, ৬ জুলাই ২০১৭

নেপলসের নাগরিকত্ব পেলেন ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ক্লাব নেপোলির হয়ে ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত খেলেছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। সেখানে খেলেই মূলত তার উত্থান। সেই ক্লাবে থাকাকালীন সময়েই ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। দীর্ঘদিন ইতালিয়ান ক্লাবটিকে স্বর্ণসাফল্য দেয়ার পুরস্কার পেলেন কিংবদন্তি ম্যারাডোনা। ক্লাবে তার অবদানের স্বীকৃতিস্বরূপ নেপলসের নাগরিকত্ব দেয়া হয়েছে। ক্লাবকে নতুন উচ্চতায় টেনে নেয়ার স্বীকৃতি হিসেবে মঙ্গলবার তাকে এই সম্মাননা দিয়েছে নেপলসবাসী। নেপোলিতেই ক্যারিয়ারের স্বর্ণ সময়টা কাটিয়েছেন ম্যারাডোনা। খেলেছেন আশির দশকের শেষ ভাগ থেকে নব্বই দশকের প্রথম ভাগে। সেই সময়ে দু’বার সিরি’এ লীগসহ কোপা ইতালিয়া কাপ, উয়েফা কাপ, সুপারকোপা ইতালিয়ানা শিরোপা জিতে ইতালির ফুটবলে নতুন উচ্চতায় উঠে আসে ক্লাবটি। নেপলসের দেয়া নাগরিকত্বের সম্মাননা তিনি কিনে নিয়েছেন বলে অভিযোগ করেছে যারা তাদেরও একহাত নিয়েছেন আর্জেন্টাইন লিজেন্ড ফুটবলার। ম্যারাডোনা এ প্রসঙ্গে বলেছেন, যখন থেকে নেপোলির নাম্বর টেন জার্সি পরেছেন, তখন থেকেই নিজেকে নেপলসবাসীর একজন ভেবে এসেছেন। যারা তার নাগরিকত্ব মানতে পারছে না তাদের সামনে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন ৫৫ বছর বয়সী ম্যারাডোনা। ক্লাবে অবদানের স্বীকৃতি হিসেবে ম্যারাডোনার ১০ নম্বর জার্সিও তুলে রেখেছে নেপোলি। সেই জার্সি ক্লাবটির বর্তমান ফরোয়ার্ড লরেন্সো ইনসিনিয়ে পাবেন কিনা তা নিয়ে মজা করে চ্যালেঞ্জ জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ক্লাবের ইতিহাসের সেরা তারকাকে সম্মান জানিয়ে ২০০০ সালে ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেয় নেপোলি। এবার নেপলস ম্যারাডোনাকে দিয়েছে সম্মানসূচক নাগরিকত্ব। অনুষ্ঠানের এক ফাঁকে ইতালির ফরোয়ার্ড ইনসিনিয়েকে ১০ নম্বর জার্সি নিয়ে চ্যালেঞ্জ জানান। অনুষ্ঠানে ম্যারাডোনা বলেন, যদি সে আমার চেয়ে বেশি গোল করে তাহলে সে এটা পরতে পারে। ১৯৮৯-৯০ মৌসুমে ম্যারাডোনার হাত ধরে সর্বশেষ সিরি’এ শিরোপা জিতেছিল নেপোলি। আর্জেন্টাইন কিংবদন্তির বিশ্বাস লীগ জয়ের সুযোগ এবার আছে নেপোলির। ম্যারাডোনা বলেন, আমি মনে করি, স্কুডেট্টো জয়ের জন্য এটাই সঠিক মৌসুম হতে পারে। গত লীগে যে পয়েন্ট তারা হারিয়েছিল সেটা না হারানোর মতো সঠিক অভিজ্ঞতা এখন তাদের আছে। শেহজাদকে ফেরাতে ভক্তদের কাণ্ড স্পোর্টস রিপোর্টার ॥ প্রেক্ষাপটের বিচারে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটে এখন যেন স্বর্ণযুগ চলছে। গত মাসেই তারা ক্রিকেটের মর্যাদাপূর্ণ টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। একের পর এক বড় দলকে নাকানি-চুবানি খাওয়াচ্ছে। এমন একটা মুহূর্তে দলের সঙ্গে নেই ধুন্ধুমার উইলোবাজ মোহাম্মদ শেহজাদ। নিষিদ্ধ মাদক গ্রহণ করায় ২৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। আফগান ক্রিকেটের এই উৎকর্ষের সময় শেহজাদ থাকবেন না এটা মেনে নিতে পারছেন না ভক্তরা। তাই আইসিসির ওপর চাপ সৃষ্টি করতে সোশাল সাইটে একজোট হয়েছে ক্রিকেটপ্রেমীরা। আইসিসি যেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা তুলে নেয়, এজন্য তারা টুইটারে ‘ফরগিভএমএস’ হ্যাশট্যাগ ব্যবহার করছেন।
×