ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার লাশ আসছে আজ

প্রকাশিত: ০৫:৪২, ৪ জুলাই ২০১৭

 বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার লাশ আসছে আজ

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মরদেহ আজ মঙ্গলবার ভোরে কাতার থেকে ঢাকায় আসছে। দু’দফা জানাজা শেষে দুপুরে তাঁর লাশ সমাহিত করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। জানা গেছে, কাতার এয়ার ওয়েজযোগে ভোর ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর পর তাঁর মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। দেশবাসীর শ্রদ্ধা জ্ঞাপনের জন্য হিমঘর থেকে সকাল দশটায় লাশ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র মামার প্রথম আনুষ্ঠানিক জানাজা পড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দুপুর বারোটায়। পরে এক নম্বর মিরপুর শাহ আলী থানা এলাকার জামে মসজিদে দুপুর ১টা ৩০ মিনিটে পড়ানো হবে দ্বিতীয় জানাজা। বেলা ২টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়ানে রেখে সমাহিত করা হবে। সুইডেন থেকে দেলওয়ার হোসেন জানান, সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ’৭১ এর রণাঙ্গনের ২ নম্বর সেক্টরের গেরিলা ইউনিট মামা বাহিনীর প্রধান ও দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, ফাঁসির দ-প্রাপ্ত যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের দ্বিতীয় রাজসাক্ষী সৈয়দ শহীদুল হক মামার মরদেহের সঙ্গে আসছেন স্ত্রী রোজী সুরভী, ছেলে খালেদ বিন হক শুভ ও মেয়ে শায়লা হক। উল্লেখ্য, অকুতোভয় এই বীর যোদ্ধা সম্প্রতি অসুস্থ শরীরে কাতার এয়ার ওয়েজযোগে ঢাকা থেকে একা সুইডেনে আসার পথে বিমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন ঐ অবস্থায় তাকে কাতারের আল ওয়াকার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ৩ মে থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে দীর্ঘ দুই মাস সঙ্কটাপন্ন অবস্থায় থাকার পর ৩০ জুন জীবন যুদ্ধে পরাস্ত হয়ে পড়েন স্বাধীনতার অনন্য এ সূর্য সৈনিক।
×