ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ হোল্ডিং ট্যাক্স

‘রিট আবেদনকারীর হুমকিদাতাকে ক্ষমা চাইতে হবে’

প্রকাশিত: ০৮:১৫, ৩ জুলাই ২০১৭

‘রিট আবেদনকারীর হুমকিদাতাকে ক্ষমা চাইতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রদানে ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) দেয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের আবেদনকারীর হুমকিদাতাকে ক্ষমা চাইতে হবে বলে সিটি কর্পোরেশনের আইনজীবীকে মৌখিক নির্দেশ দিয়েছে আদালত। এর আগে রিটকারীকে হুমকি দেয়া হয়েছে মর্মে অভিযোগ করলে, তা আমলে নিয়ে সিটি কর্পোরেশনের আইনজীবীকে মৌখিকভাবে এই নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে মামলা চালিয়ে যাওয়ারও নির্দেশ দেয় হাইকোর্ট। রিট প্রত্যাহার করে নিতে আদালতে গেলে রবিবার বিষয়টি শুনে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটকারীর আইনজীবী মুক্তাদির রহমান সাংবাদিকদের এ কথা বলেছেন। আইনজীবী মুক্তাদির রহমান বলেন, ‘আমার মক্কেল রবিবার তার দায়েরকৃত রিট প্রত্যাহার চেয়ে আবেদন করেন। আদালত তখন তার প্রত্যাহারের কারণ জানতে চায়। জবাবে রিটকারীর পক্ষ থেকে বলা হয়, রিট প্রত্যাহারের জন্য সিটি কর্পোরেশনের প্রভাবশালীদের পক্ষ থেকে হুমকি আসায় তিনি প্রত্যাহার করতে চান।’ এ সময় সংশ্লিষ্ট আদালতের ডেপুটি এ্যাটর্নি জেনারেল আদালতকে অবহিত করে বলেন, এ সংক্রান্ত আরও ৪০ থেকে ৫০টি আবেদন বিভিন্ন কোর্টে পেন্ডিং আছে। একটি আবেদন প্রত্যাহার করলে কী আর হবে। এ সময় আদালত হুমকি দেয়া রিটকারীর কাছে ক্ষমা চাইতে সিটি কর্পোরেশনের আইনজীবীকে মৌখিক নির্দেশ দেয় এবং মামলা চালিয়ে নেয়ার পক্ষে মত দেয়। বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া নোটিসের কার্যকারিতা কেন স্থগিত করা হবে না- তা জানতে চেয়ে গত ২৯ জানুয়ারি রুল জারি করে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করে সিটি কর্পোরেশন। কিন্তু আপীল বিভাগ ওই আবেদনের শুনানি করে ছয় সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চকে নির্দেশ দেয়। রিটকারীর আইনজীবী মুক্তাদির রহমান আরও জানান, রাজধানীর বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স নিয়ে সিটি কর্পোরেশনের দেয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ জানুয়ারি রিট দায়ের করেন ঢাকার বাসিন্দা সাইফ আলম।
×