ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৬, ৩ জুলাই ২০১৭

ঠাকুরগাঁওয়ে ছাত্রী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ জুলাই ॥ হরিপুর উপজেলার নিভৃত পল্লীতে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ রবিবার নাজমুল হক ওরফে বাবুকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। নাজমুল পশ্চিম বনগাঁও (তসিরপাড়া) গ্রামের পিতৃ পরিচয়হীন নাজমার ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত একটার দিকে মামলার বাদী আজিজুর রহমানের বাড়িতে। শিশুর বাবা জানায়, আমি জীবিকা নির্বাহের জন্য কুমিল্লা শহরে রিক্সা চালাই। শনিবার বিকেলে কুমিল্লার উদ্দেশে বাড়ি হতে ঠাকুরগাঁও শহরে গিয়ে নাইট কোচে উঠে রওনা দেই। রংপুর তারাগঞ্জে আমার বাস দুর্ঘটনায় পতিত হয়। এই সংবাদ বাড়িতে পাওয়ার পর খোঁজ নেয়ার জন্য আমার স্ত্রী ও বাবা-মাসহ আমাদের লোকজন পার্শ্ববর্তী চাচা হানিফের বাড়িতে যায়। এ সময় প্রতিবেশী নাজমুল হক ওরফে বাবু আমার মেয়েকে বাড়িতে একা পেয়ে তার হাতমুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। লোকজন বাড়িতে ফিরে মেয়ের অসুস্থতার কারণ জেনে মেয়েকে হরিপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং থানায় বিষয়টি অবহিত করা হয়। হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ ধর্ষণের ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মেয়ের বাবা আজিজুর রহমানের লিখিত এজাহার পেয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মোহনগঞ্জে মামলা নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় পৌর শহরের দেওথান গ্রামে। জানা যায়, প্রতিদিনের মতো শিশুটির মা তাকে ঘরে রেখে বাইরে গেলে একই গ্রামের মহব্বত আলীর পুত্র লিমন (১৮) শিশুটিকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে তার মা দৌড়ে এলে ওই লম্পট পালিয়ে যায়। রবিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। হত্যাকারীর ফাঁসি দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২ জুলাই ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও পিটিয়ে হত্যাকারী সাইলুসহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মির্জাপুরে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ হয়েছে। একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দও মানববন্ধনে যোগদান করেন। রবিবার সকালে মির্জাপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি গোপাল রবিদাসের সভাপতিত্বে বক্তৃতা করেনÑ মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক শিবপদ ঘোষ প্রমুখ। পরে তারা মির্জাপুর বাজারে মৌন মিছিল বের করেন। যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় সেনা সদস্য নিহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রবিবার বিকেলে যশোরের নূতন খয়েরতলা এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় কর্পোরাল আব্দুল বারিক (৩৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি কাজ শেষে একটি বাইসাইকেলযোগে সেনানিবাস থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুল বারিক বাইসাইকেলযোগে যশোর শহরের কাঁঠালবাগান এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার ধারে মালবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এরপর যশোর-ঝিনাইদহ সড়কের নূতন খয়েরতলা এলাকায় ঝিনাইদহমুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল আরোহী পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খায়। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।
×