ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্ববৃহৎ ওলেড প্লান্ট

প্রকাশিত: ০৫:৪৩, ৩ জুলাই ২০১৭

সর্ববৃহৎ ওলেড প্লান্ট

বিশ্বের সবচেয়ে বড় ওলেড প্লান্ট তৈরি করতে যাচ্ছে স্যামসাং ডিসপ্লে। এতে স্যামসাং ডিসপ্লের বর্তমান সবচেয়ে বড় প্লান্ট ‘এএ৩’-এর চেয়ে ৩০ শতাংশ বেশি উৎপাদন ক্ষমতা থাকবে। ‘এ৫’ নামের ষষ্ঠ প্রজন্মের নমনীয় ওলেড পর্দা প্রস্তুত করতে শুরু করেছে স্যামসাং ডিসপ্লে। বর্তমানে মাসে ১ লাখ ৮০ হাজার প্যানেল তৈরির ক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন কারখানায় বিনিয়োগের মাধ্যমে কারখানা দুটিতে মাসে উৎপাদন ক্ষমতা হবে ২ লাখ ৭০ হাজার। নতুন আইফোন ৮-এ স্যামসাংয়ের ৫ দশমিক ৮ ইঞ্চি এজ-টু-এজ ওলেড পর্দা ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবহারিক দিক থেকে এটি বর্তমানের ৫ দশমিক ১ ইঞ্চি পর্দার জায়গা নেবে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান বিশ্বে ছোট এবং মাঝারি আকারের ওলেড পর্দার বাজারের ৯৮ শতাংশ রয়েছে স্যামসাংয়ের দখলে। -আইএএনএস
×