ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তানোরের তিন ‘জঙ্গী’ ফের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪২, ৩ জুলাই ২০১৭

তানোরের তিন ‘জঙ্গী’ ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোর উপজেলার ডাঙাপাড়া গ্রামে ‘জঙ্গী বাড়ি’ থেকে গ্রেফতার ৮ জনের মধ্যে তিনজনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলাম তাদের প্রত্যেকের একদিন করে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আগের রিমান্ড শেষে ‘জঙ্গী বাড়ির’ মালিক রমজান আলীর ছেলে ইব্রাহিম হোসেন, ইস্রাফিল হোসেন ও তাদের ভগ্নিপতি রবিউল ইসলামকে রবিবার দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি তাদের ৭ দিন আবার রিমান্ডের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ জুন রাতে তানোরের পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের স্কুল শিক্ষক রমজান আলীর বাড়ি ঘিরে অভিযান শুরু করে পুলিশ। বগুড়ার কাউন্টার টেররিজম ইউনিট ও রাজশাহী জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে তিন নারীসহ আটজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় সুইসাইডাল ভেস্ট, বোমা ও পিস্তল ছাড়াও বেশকিছু বিস্ফোরক। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট সুইসাইডাল ভেস্টগুলো নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় তানোর থানার পিএসআই জাহিদুল ইসলাম খন্দকার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করেন। মামলায় একই পরিবারের আটজনসহ নয়জনকে আসামি করা হয়। মামলাটি তদন্তের জন্য মু-ুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমানকে দায়িত্ব দেয়া হয়। গত ১৩ জুন প্রথম দফায় গ্রেফতার ৮ জনের মধ্যে ছয়জনের ১০ দিন ও দু’জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
×