ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায়

প্রকাশিত: ০৫:৩৫, ৩ জুলাই ২০১৭

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন তিন দিনের সফরে রবিবার ঢাকায় এসেছেন। রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় এসে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মঞ্জুরুল করিম। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে থং তুন ঢাকা এসেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, বিশেষত দুই দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতেই মিয়ানমারের উপদেষ্টা ঢাকায় এসেছেন। এর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা হবে। রবিবার ঢাকায় আসার পর সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সফররত নিরাপত্তা উপদেষ্টা থং তুনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্তে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সমস্যার বিষয়টিও উঠে আসে। মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে উপদেষ্টা বৈঠক করবেন। এছাড়া তিনি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করতে পারেন। রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে দেশটির সেনা অভিযান চলাকালে প্রায় ৭৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা ইউএনএইচসিআর জানায়। এছাড়া বাংলাদেশে আগে থেকেই প্রায় তিন লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। বাংলাদেশ চায় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হোক এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমার যেন ফেরত নেয়। কিন্তু মিয়ানমারের অনীহার কারণে ২০০৫ সাল থেকে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন কার্যক্রম বন্ধ আছে। গত বছরের অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় দেশটির ৯ পুলিশ সদস্য নিহত হয়। এরপর মিয়ানমার সরকার হামলাকারীদের খোঁজে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। এ অপারেশনের ভয়ে হাজার হাজার রোহিঙ্গা ফের বাংলাদেশে অনুপ্রবেশ করে।
×