ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী-আপীলের রায় আজ

প্রকাশিত: ০৫:৩০, ৩ জুলাই ২০১৭

ষোড়শ সংশোধনী-আপীলের রায় আজ

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীলের ওপর রায় ঘোষণা করা হবে আজ সোমবার। আপীল বিভাগের এ দিনের কার্যতালিকায় এক নম্বরে এটি রাখা হযেছে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপীল বিভাগ। এজলাস কক্ষে হট্টগোল ও বেঞ্চ অফিসারকে মারধরের ঘটনায় হাইকোর্টে হাজিরা দিয়েছেন সুপ্রীমকোর্টের ৫ আইনজীবী। অন্যদিকে গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। সুপ্রীমকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকবে কি না তা জানা যাবে আজ। সোমবার ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের রায় ঘোষণা করা হবে। গত ১ জুন ষোড়শ সংশোধনীর আপীল শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটি এগার কার্যদিবস শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেনÑ বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। শেষ দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সমাপনী বক্তব্য রাখেন। পরে রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ তার পাল্টা যুক্তি উপস্থাপন করেন। এর আগে গত ৩০ মে দশম দিনের আপীল শুনানিতে এ্যামিকাস কিউরিদের মতামত প্রদান শেষ হয়। মোট ১০ এ্যামিকাস কিউরি আদালতে মতামত দিয়েছেন। যার মধ্যে নয়জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মতামত দেন। গত ৮ ফেব্রুয়ারি এ মামলার আপীল শুনানিতে সহায়তার জন্য আদালত ১২ জ্যেষ্ঠ আইনজীবীকে এ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন। ১২ জনের মধ্যে ১০ জন আদালতে তাদের মতামত উপস্থাপন করেন। এ্যামিকাস কিউরি নিযুক্ত হলেও ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ মতামত দেননি। বক্তব্য প্রদান করা ১০ জনের মধ্যে শুধু ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ষোড়শ সংশোধনী রাখার পক্ষে মত দেন। বাকিরা এ সংশোধনী বাতিলের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন। সংশোধনী বাতিলের পক্ষে মত দেয়া ৯ এ্যামিকাস কিউরি হলেনÑ ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, বিচারপতি টি এইচ খান, ড. কামাল হোসেন, এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এম আই ফারুকী এবং এ জে মোহাম্মদ আলী। বিচারপতি অপসারণের ক্ষমতা পুনরায় সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস করা হয়। এরপর তা ওই বছরের ২২ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়। এ অবস্থায় সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নবেম্বর সুপ্রীমকোর্টের নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ষোড়শ সংশোধনী কেন অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে নাÑ তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে গত ৫ মে আদালত সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন। তিন বিচারকের মধ্যে একজন রিট আবেদনটি খারিজ করেন। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠদের রায় প্রকাশিত হয় গত ১১ আগস্ট এবং রিট খারিজ করে দেয়া বিচারকের রায় প্রকাশিত হয় ৮ সেপ্টেম্বর। দুটি মিলে মোট ২৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে রাষ্ট্রপক্ষ আপীল করে। খালেদার আবেদন খারিজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশিদ আলম খান। এর আগে গত ৯ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে আপীল করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। পাঁচ আইনজীবীর হাজিরা এজলাস কক্ষে হট্টগোল ও বেঞ্চ অফিসারকে মারধরের ঘটনায় হাইকোর্টে হাজিরা দিয়েছেন সুপ্রীমকোর্টের পাঁচ আইনজীবী। রবিবার বিচারপতির নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চে ওই পাঁচ আইনজীবী হাজির হন। এর মধ্যে দুজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে ঘটনার ব্যাখ্যা দিতে আগামী ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে। হাজির হওয়া অপর তিন আইনজীবী হলেনÑ মাহমুদ, মতিলাল বেপারি ও মোহাম্মদ আলী। আদালতে আইনজীবীদের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ, ড. বশির আহমেদ, শ ম রেজাউল করিম ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। পরে ব্যারিস্টার বাদল বলেন, আইনজীবী নূরে আলম উজ্জল ও লিজেন পাটোয়ারীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। এছাড়া সবাইকে ১০ জুলাইয়ের মধ্যে হলফনামা দাখিলের জন্য নির্দেশ দিয়েছে আদালত। বুলু ৭ মামলায় জামিন গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন সংক্রান্ত আবেদনের শুনানি করে রবিবার হাইকোর্টের বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন; সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব ও এ্যাডভোকেট সানজিদ সিদ্দিক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
×