ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী অভিযান ॥ দুই পুলিশসহ আহত ১০

প্রকাশিত: ০৫:০৭, ২ জুলাই ২০১৭

মাদকবিরোধী অভিযান ॥ দুই পুলিশসহ আহত ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে সাদা পোশাকে পুলিশের মাদক বিরোধী অভিযান চালানোর সময় এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানে এএসআইয়ের অস্ত্র লুট করার দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে সেটি উদ্ধার করতে সক্ষম হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের এক এএসআই, এক কনস্টেবল ও ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আহাদ ও কনস্টেবল শফিকুল ইসলাম সাদা পোশাকে পুলিশের সোর্স রনি মিয়াকে সঙ্গে নিয়ে সাদিপুর ইউনিয়নের কাজহরদি দেলপাড়া গ্রামে মাদক বিক্রেতা বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশ এ সময় ৫ কেজি গাঁজাসহ বাবুলকে গ্রেফতার করে। পরে বাবুলকে ছাড়িয়ে নিতে তার পরিবারের লোকজন সাদা পোশাকের পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ এ সময় সামাদ নামে নিরীহ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করে। ইউপি সদস্য আশরাফ উদ্দিন পুলিশের হাতে আটক সামাদকে ছেড়ে দিতে অনুরোধ জানান। এ নিয়ে ইউপি সদস্য ও পুলিশ সদস্যদের বাকবিত-া হয়। এ সময় পুলিশ ওই ইউপি সদস্যকে ধাক্কা দিলে মাটিতে পড়ে আহত হন। এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এলাকাবাসী এএসআই ইমাম আহাদ, কনস্টেবল শফিকুল ইসলাম ও সোর্স রনি মিয়াকে মারধর করে অবরুদ্ধ করে রাখে এবং এএসআইয়ের অস্ত্র লুট করে নেয়।
×