ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে হামলা মামলার চার্জশীট শীঘ্রই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:১১, ২৯ জুন ২০১৭

হলি আর্টিজানে হামলা মামলার চার্জশীট শীঘ্রই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার মামলার চার্জশীট শীঘ্রই দেয়া হবে। এ সংক্রান্ত তদন্ত মোটামুটি শেষ পর্যায়ে। বুধবার এমন তথ্যই প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তরাঁয় জঙ্গীরা হামলা চালিয়ে ২ জন পুলিশ ছাড়াও জিম্মি ২০ দেশী-বিদেশীকে নৃশংসভাবে হত্যা করে। ২০ জিম্মির মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশী। পরদিন ভোরে সেনাবাহিনীর অভিযানে ৫ জঙ্গীও নিহত হয়। এ ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় চলে। ভয়াবহ ওই হামলার এক বছর পূর্তি হতে যাচ্ছেÑ তদন্ত কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজানে হামলার এক বছর পূর্তি হতে যাচ্ছে। এখানে আমাদের শুধু দেশী নয়, ইতালিয়ান, জাপানিজ, ইন্ডিয়ান ও বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নিহত হয়েছেন, শাহাদতবরণ করেছেন। আমরা সেজন্য অত্যন্ত দুঃখিত। আমাদের রাষ্ট্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু শোক প্রকাশ করেননি, যা করা প্রয়োজন তিনি তা করেছেন। আমাদের সেই দিনটা একটা টার্নিং পয়েন্ট ছিল। টার্নিং পয়েন্ট এজন্য আমরা বুঝতে পেরেছিলাম যে এই জঙ্গীরা কী চায়? কী তাদের উদ্দেশ্য, কারা এর আশ্রয়-প্রশ্রয়দাতা কিংবা কারা এর অর্থায়ন করছে। সবগুলো বিষয় আমরা এ ঘটনাটি ঘটার পরে খুব সুক্ষ্মভাবে দেখেছি এবং সেজন্যই আমাদের চার্জশীট দিতে একটু সময় নিয়েছি। আসাদুজ্জামান খান বলেন, আমরা মনে করি একটি নির্ভুল চার্জশীট আমরা দিব এবং যেহেতু শুধু আমাদের বাংলাদেশী নয় বন্ধুপ্রতিম দেশ জাপান, ইতালী, ইন্ডিয়া এবং আমেরিকার নাগরিকরা এখানে শাহাদতবরণ করেছেন আহত হয়েছেন কাজেই এখানে আমরা সঠিক চার্জশীটটি কোন ভুল ছাড়া কোন ত্রুটি ছাড়া, দেয়ার প্রস্তুতি নিচ্ছি এবং খুব শীঘ্রই আমরা চার্জশীটটি দিতে পারব।
×