ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬:৫৬, ২৫ জুন ২০১৭

ঈদ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে মুক্তিযোদ্ধাদের সংগঠন ন্যাশনাল ফ্রিডম ফাইটার (এফ এফ) ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ১০টি ইউনিটে প্রায় ৫০০ মুক্তিযোদ্ধাকে শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি উপহার দেয়া হয়। জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহম্মেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। শনিবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন ঘোষাল ও সংগঠনের সভাপতি মজনুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মমতাজউদ্দিন আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক কাজে ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছে ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন। সেই গতিধারা বজায় রেখে এবারও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করছে মুক্তিযোদ্ধাদের এই সংগঠন। বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সেবামূলক কর্মকা- ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করায় সংগঠনটিকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে সংগঠনটি অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাইদের ঈদের আনন্দকে রঙিন করে তুলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক সচিব ও সদস্য মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম। সংগঠনের সভাপতি ড. এস এম জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযোদ্ধাদের সম্ভ্রম ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×