ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় আ’লীগের শ্রদ্ধা

প্রকাশিত: ০৭:০৪, ২৪ জুন ২০১৭

প্রতিষ্ঠাবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় আ’লীগের শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৩ জুন ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, এ্যাডভোকেট আমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। রাজশাহীতে বিশেষায়িত জোন করার আহ্বান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর উন্নয়নে বাধা সৃষ্টির জন্য দুষ্টুচক্র কাজ করছে। তবে সেই বাধা পরাভূত করে রাজশাহীকে ভিন্নধর্মী আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, রাজশাহীতে এ যাবৎ যা উন্নয়ন হয়েছে তা বর্তমান সরকার আর রাজশাহীবাসীর আকাক্সক্ষার ফসল। তবে দেশের উন্নয়নে রাজশাহীকে বিশেষায়িত জোন করা দরকার বলে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এতে বাংলাদেশই বেশি লাভবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাদশা। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টির বোর্ড রুমে রাজশাহী অঞ্চলের দাবি উপস্থাপন প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাদশা। তিনি বলেন, রাজশাহীতে ভারত ও নেপালকে নিয়ে বিশেষায়িত জোন তৈরি করা হলে রাজশাহীর উন্নয়ন ত্বরান্বিত হবে। বাদশা আরও বলেন, রাজশাহীতে এখনও কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। তারপরও আমরা অনেক কাজ করেছি। সরকার রজাশাহীর উন্নয়নে আন্তরিক। কিন্তু আমাদের কাজ বের করতে হবে। আমাদের রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজশাহী বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবি জানিয়ে তিনি বলেন, রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে আম লিচু ও পান উৎপাদন হয়। ঈদবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সৈয়দপুর সাবর্ডিনেট কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংগঠন ‘টিফিন’-এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। প্রায় ৩০ এতিম শিশুর মাঝে এ সময় ঈদবস্ত্র তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর সাবর্ডিনেট কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওনক জাহান, সৈয়দপুর বন্ধন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকি, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, শিক্ষানগরী সৈয়দপুরের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, আমাদের প্রিয় সৈয়দপুরের সাধারণ সম্পাদক নওশাদ আনসারি, টিফিনের সদস্য আসাদ, সুমি, ফারদিন, নিলয়, রিয়া, মেহেদি প্রমুখ। ২০ হাজার নারীকে শাড়ি প্রদান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় ঈদ উপহার হিসেবে ২০ হাজার দুস্থ নারী পেয়েছেন একটি করে নতুন শাড়ি। শুক্রবার সকালে স্থানীয় এমপি এনামুল হক নারীদের মধ্যে ঈদ উপহার হিসেবে একটি করে নতুন শাড়ি বিতরণ করেন। এ উপলক্ষে সকালে উপজেলার শিকদারীর সালেহা ইমারত কোল্ডস্টোরেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, মতিউর রহমান টুকু, নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম প্রমুখ।
×