ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাত মামলা

বিসিকের দুই প্রকৌশলী কারাগারে

প্রকাশিত: ০৮:৫৭, ২২ জুন ২০১৭

বিসিকের দুই প্রকৌশলী কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের (বিসিক) অর্থ আত্মসাতের মামলায় ঢাকায় গ্রেফতার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম খান ও সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঝালকাঠি জেলার নলছিটি থানায় গত ১৯ জুন দায়ের করা মামলায় গত মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এর পর তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আহমাদ উজ জামান আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঝালকাঠি প্রকল্পের অধিগ্রহণকৃত ১১.০৮ একর জমিতে ভূমি উন্নয়ন/মাটি ভরাট কাজে ৪টি ভুয়া পুকুর দেখিয়ে এবং পরবর্তীতে ওই ভুয়া পুকুরে মাটি ভরাট দেখিয়ে প্রকল্পের ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা আত্মসাত করেন। দুদকের উপসহকারী পরিচালক মোঃ আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
×