ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তঃনগর ট্রেন দাবিতে সাইকেল র‌্যালি

প্রকাশিত: ০৬:৪৭, ২২ জুন ২০১৭

আন্তঃনগর ট্রেন দাবিতে সাইকেল র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জুন ॥ ঢাকা থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত আন্তঃনগর ট্রেনের দাবিতে বুধবার সাইকেল র‌্যালি করেছে নাগরিক অধিকার আন্দোলন কমিটি। দুপুরে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে দুশতাধিক সাইকেল নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব মাহামুদ হাসান প্রিন্স, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ প্রমুখ। এ কর্মসূচীতে ছাত্র-শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানান পেশার লোকজন অংশ নেয়। পরে তারা স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসায় গিয়ে অবস্থান নেয় এবং আন্তঃনগর ট্রেনের জোড়ালো দাবি জানায়। হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ইফতার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মিলনায়তনে মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল ২০১৭ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে কর্নেল মাহাবুবুল আলম চৌধুরী (অব), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গোলাম মরতুজা ও রেজিস্ট্রার লুৎফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা। -বিজ্ঞপ্তি সাতক্ষীরায় শিক্ষক ও ব্যবসায়ীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দুটি ঘটনায় সাতক্ষীরা সদরের চিংড়ি ঘের থেকে মাদ্রাসা শিক্ষক ও শ্যামনগরের কালিঞ্চি নদী থেকে ব্যবসায়ীর কোপানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ দুটি উদ্ধার হয়। সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকা থেকে উদ্ধার শিক্ষকের নাম ইব্রাহিম খলিল (৪০) । নিহত মাদ্রাসা শিক্ষক ব্রহ্মরাজপুর এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক। ইব্রাহিম খলিল বুধবার সেহরির পর নিজ ঘেরে মাছের (আটন) ঝাড়তে যায়। সেখানেই রহস্যজনক কারণে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। অন্যদিকে নিখোঁজ হওয়ার তিনদিন পর সুন্দরবনসংলগ্ন কালিঞ্চি নদী থেকে উদ্ধার লাশটি ব্যবসায়ী ইয়াসিন গাজীর (৩৫) বলে শনাক্ত করা হয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে নিখোঁজ থাকার তিনদিন পর বুধবার সকালে নদী থেকে লাশ উদ্ধার হয়। নিহতের চাচা ফজলু গাজী জানান, চিংড়ি রেণুর ব্যবসা নিয়ে একই এলাকার ফারুক, বিল্লাল ও মনিরের সঙ্গে তার লেনদেনের কারণে সোমবার রাতে তারা ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয় বলে পরিবারের অভিযোগ। পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির গাজীকে আটক করেছে।
×