ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালের ওপর অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

প্রকাশিত: ০৬:৪৬, ২২ জুন ২০১৭

খালের ওপর অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সকল খালের ওপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ এবং কালভার্টসমূহ উঁচু করার নির্দেশ দিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার চাক্তাই খাল এবং বির্জা খাল সরেজমিন পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ দেন। চসিক সূত্রে জানানো হয়, বুধবার মেয়র নগরীর চাক্তাই খাল ও বির্জা খাল পরিদর্শন করেন। তিনি খালের দুই পাড়ের নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং জোয়ার ও অতিবর্ষণের সময় এলাকার পরিস্থিতি বিষয়ে জানতে চান। মেয়র পরিদর্শনকালে বির্জা খালের ওপর প্রফেসর সিরাজুল ইসলামের বাড়ির সামনের কালভার্ট ভেঙ্গে ফেলা, নেয়ামত আলী সুকানির বাড়ির সামনের কালভার্ট উঁচুকরণ, রাহাত্তার পুলের নিচের পাইপ অপসারণ, মাবিয়া হাউসের সামনের কালভার্ট এবং নুর মঞ্জিলের সামনের কালভার্ট উঁচুকরণ চাক্তাই খাল ও বির্জা খালের ওপর এবং আশপাশে অবৈধভাবে নির্মিত সকল ধরনের স্থাপনা ও প্রতিবন্ধকতা উচ্ছেদ, হাজি আজগর সওদাগর ও জহির ব্রাদার্সের স্থাপনার কারণে দখল হওয়া রাস্তা উদ্ধার, বির্জা খালের সকল আবর্জনা দ্রুতগতিতে অপসারণ করে নাগরিক দুর্ভোগ কমানোর নির্দেশনা দেন। মেয়র বলেন, খাল ও নালা দখলমুক্ত করা এবং ধারণক্ষমতা বৃদ্ধি করার কাজ যতই কঠিন হোক না কেন, সেই কঠিনকে জয় করে জনস্বার্থে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কাজ চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে সচেষ্ট হতে হবে। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিল আশরাফুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক ও জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
×