ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪০, ২১ জুন ২০১৭

টুকরো খবর

হত্যার দায়ে ভাইয়ের কারাদ- নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২০ জুন ॥ হাজীগঞ্জ পৌর এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে বড় ভাই আরিফ হোসেন (৪০) ঢালীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অপরাধে ছোট ভাই মাইনুদ্দিন ঢালীকে ১০ বছর সশ্রম কারাদ- এবং ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুর ২টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। নিহত আরিফ হোসেন ঢালী পৌর এলাকার মকিমাবাদ এলাকার মৃত আমির হোসেন ঢালীর ছেলে। জানা যায়, ২০১০ সালের ২৬ মে দুপুরে পৌর এলাকায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ঢালী ফার্মেসিকে কেন্দ্র করে মাইনদ্দিন ঢালী ও আরিফ হোসেন ঢালীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে মাইনুদ্দিন আরিফকে হাতুড়ি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত বলে ঘোষণা করে। যুবলীগ অফিসে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদর উপজেলার ভাড়ুখালি ইউনিয়ন যুবলীগের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ভাড়ুখালিতে এ ঘটনাটি ঘটে। সাতক্ষীরা সদর থানার পুলিশ জানান, রাতের আঁধারে কে বা কারা যুবলীগের অফিসে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের চেয়ার, টেবিল ও ফার্নিচার পুড়ে যায়। টিভি ও বঙ্গবন্ধুর ছবি অরক্ষিত আছে। কিন্তু প্রধানমন্ত্রীর ছবির আংশিক পুড়ে যায়। ঘটনায় তদন্তে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। কারাগারে বন্দীর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর কেন্দ্রীয় কারাগারে মাহবুবুর রহমান (৪৫) নামে হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাহবুবুর রহমান চৌগাছা উপজেলার বাদেখড়িঞ্চা গ্রামের বাসিন্দা। জেল সুপার বলেন, ৩ জুন মাহবুবুর রহমান জিআর ৫৬/১৫ নম্বর মামলার আসামি হিসেবে কারাগারে আসে। ১৯ জুন দুপুর ২টার দিকে সে হার্টের অসুখে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওইদিন বেলা পৌনে তিনটায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।’ বাগেরহাটে বিদ্যুতস্পৃষ্টে নিহত দুই স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মঙ্গলবার দুপুরে ও সোমবার রাতে পৃথক ঘটনায় বিদ্যুতপৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। মোরেলগঞ্জে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে আলামিন ডাকুয়া (২৮) নামে এক যুবক নিহত। সোমবার রাতে দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নাজেম আলী সামছু (৫৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘরের টিনের চালের উপর উঠলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। নিহতের পরিবার জানায়, উপজেলা পরিষদের সামনে শেলাবুনিয়ার এলাকার বাসিন্দা নাজেম আলী সামছু দুপুরে তার ঘরের টিনের চালের উপর উঠেন। পূর্ব থেকে বিদ্যুততের তার কেটে টিনের সঙ্গে মিশে টিন বিদ্যুততাড়িত হয়ে থাকায় এতে বিদ্যুতস্পৃষ্ট হন নাজেম আলী। বোয়ালমারী সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী বাজারের ব্যবসায়ী মোঃ বিল্লাল শেখ (২২) সোমবার রাত ১০টায় নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন। বিলাল চতুল ইউনিয়নের বাহিরভাগ গ্রামের গোলাম মোস্তফা শেখের বড় ছেলে। জানা যায়, ওই দিন রাতে টিভিতে বিদ্যুত সংযোগ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ৫২ দোকান উচ্ছেদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি অবৈধ ড্রেজার আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া ভোক্তা আধিকার আইনে ৫টি দোকানে ১১ হাজার টাকা জরিমানা এবং শিমুলিয়া ঘাট হতে ৫২টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও ইউএনও মোঃ মনির হোসেন উপজেলার গাওদিয়া, গোয়ালী মান্দ্রা, মৌছামান্দ্রা ও শিমুলিয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার গাওদিয়া, গোয়ালী মান্দ্রা মৌছামান্দ্রা খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু কাটার অপরাধে আটটি ড্রেজার জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভারতীয় কাপড়ভর্তি পিকআপ আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট এলাকা থেকে ২৩ লক্ষাধিক টাকার ভারতীয় কাপড় ভর্তি একটি পিকআপভ্যান আটক করা হয়েছে। এ সময় চোরাকারবারি সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। কাপড়গুলো ভারত থেকে চোরাইপথে দেশে আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে গোয়াইনঘাট থানার ফতেহপুর ইউনিয়নের অফিসের সামনে থেকে ভারত থেকে আসা তৈরি কাপড় ভর্তি পিকআপ ভ্যান আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় রেহান আহমদ রায়হান ও লিটন আহমেদ নামে দুজনকে আটক করা হয়। আটককৃত দুজনেরই বাড়ি ফতেহপুর এলাকায়। বাস মালিক সমিতির আল্টিমেটাম নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২০ জুন ॥ ঘরমুখো মানুষদের পাশাপাশি ঈদের কেনাকাটা করতে আসা সাধারণ জনগণের যাতায়াত নির্বিঘেœ করতে বরগুনার সকল রুটে সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। সেই সঙ্গে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বরগুনা-বেতাগী রুটে যাত্রীবাহী বাসে চলাচলরত যাত্রীদের ভাড়াও বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। এর প্রতিবাদের বাস মালিক সমিতি সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, জেলা প্রশাসনের এরূপ সিদ্ধান্ত ২৩ জুনের মধ্যে বাতিল না করা হলে আগামী ১ জুলাই থেকে বরিশাল ও খুলনা বিভাগের সকল রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে। সেই সঙ্গে সুপ্রীমকোর্টের অদেশ অনুযায়ী অবৈধ যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির হোসেন, নির্বাহী সম্পাদক নিজামুল আহসান নাজিম, যুগ্ম-সম্পাদক গোলাম আহাদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু প্রমুখ। মাদক বিক্রেতার যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জাকির হোসেন ওরফে জনি নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন যশোরের স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত জাকির হোসেন পলাতক। তিনি যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। পিপি জানান, ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে ডিবি পুলিশের একটি দল যশোর-চৌগাছা সড়কের মান্দারতলা এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় তারা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে জাকির হোসেন নামে এক সন্দেহভাজনকে আটক করে। পরে তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে একটি পলিথিনে থাকা প্রায় চার লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রস্তাবিত ক্যাম্পাস পরিদর্শন করলেন ভিসি নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২০ জুন ॥ শাহজাদপুরবাসীর স্বপ্নের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি ড. বিশ্বজিৎ ঘোষকে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় উপজেলা হলরুমে এ অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সাবেক পরিচালক আব্দুল ওহাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজীজ, স্থানীয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু প্রমুখ। পরে অতিথিবৃন্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রস্তাবিত ক্যাম্পাস ও নির্ধারিত স্থান পরিদর্শন করেন। শিক্ষক জেলহাজতে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে এক স্কুলছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে শিক্ষককে জেলহাজতে যেতে হয়েছে। ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক নাজমুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার জকিগঞ্জ থানা পুলিশ আটককৃত শিক্ষক নাজমুলকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, সোমবার বিকেলে জকিগঞ্জের ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের বিদায় করে খ-কালীন শিক্ষক নাজমুল ইসলাম নবম শ্রেণীর এক ছাত্রীকে আটকে রাখেন। এরপর একটি শ্রেণী কক্ষে নিয়ে দরজা বন্ধ করে অশালীন ও অনৈতিক আচরণ করেন। বিষয়টি আঁচ করতে পেরে কয়েকজন লোক বাইরে থেকে ওই শিক্ষক ও ছাত্রীকে শ্রেণী কক্ষে তালাবদ্ধ করে এবং পরে শিক্ষককে গণপিটুনি দিয়ে স্কুল ঘেরাও করে রাখেন। জকিগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে।
×