ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো আর্জেন্টিনায় খেললে বেশি ভাল হতো ॥ ম্যারাডোনা

প্রকাশিত: ০৪:০৫, ২১ জুন ২০১৭

রোনাল্ডো আর্জেন্টিনায় খেললে বেশি ভাল হতো ॥ ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা আবারও আরব আমিরাতে ফিরেছেন। এখন তিনি প্রথম বিভাগের দল আল ফুজারাহ স্পোর্টিং ক্লাবের কোচ। যদিও তার ইচ্ছা ছিল পুনরায় তার দেশের জাতীয় দল আর্জেন্টিনার কোচ হওয়ার। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে দেশের ফুটবল এবং বিশ্ব ফুটবল নিয়ে সবসময়ই মজাদার সব কথা বলে আলোচনায় আছেন ম্যারাডোনা। গত বিশ্বকাপের পর দেশের বর্তমান সুপার স্টার লিওনেল মেসির ভর্ৎসনা করেছিলেন। সর্বকালের সেরাদের অন্যতম মেসিকে এখন তিনি পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে এগিয়ে রাখছেন। বর্তমানে মূলত এ দু’জনের মধ্যে কে সেরা সেই বিতর্ক সবখানে। বিভিন্ন সময়ে ম্যারাডোনাও এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানিয়েছেন। এবার রোনাল্ডোর চেয়ে মেসিকে এগিয়ে রাখলেও পর্তুগীজ সুপারস্টারকে বিস্ময়কর বলেই অভিহিত করলেন তিনি। বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন ম্যারাডোনা। নতুন কাজের দায়িত্বে তিনি এখন সেখানে। তুলনামূলক বিচারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে স্বদেশী মেসির প্রতিই বেশি অনুরক্ত আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা। তবে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ‘অসাধারণ’ ‘অবিশ্বাস্য’ ‘বিস্ময়কর’ হিসেবে অভিহিত করেছেন তিনি। এ বিষয়ে এক সাক্ষাতকারে টিভিসি স্পোর্টসকে ম্যারাডোনা বলেন, ‘লিওনেল মেসি খারাপ খেলেছেন এমন কোন ঘটনা আমার মনে পড়ে না। আমি রোনাল্ডোর চেয়ে মেসিকেই এ কারণে বেশি পছন্দ করি। তবে সজ্ঞানেই বলছি রোনাল্ডোর মধ্যে জান্তব কিছু আছে এবং সে বিস্ময়কর।’ ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে শেষবার বিশ্বকাপ জিতিয়ে সারাবিশ্বকে মাত করে দিয়েছিলেন ম্যারাডোনা। দারুণ ফুটবলশৈলির জন্য সারাবিশ্বেই তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত। তার উত্তরসূরি হিসেবে অনেকেই মেসি, রোনাল্ডোদের বিবেচনা করেন। অনেকে ম্যারাডোনার চেয়েও এগিয়ে রাখেন এ দুই তারকাকে। এ কারণে এবার তিনি দাবি করলেন রোনাল্ডো আর্জেন্টিনায় খেললে বেশি মানাতো। ম্যারাডোনা এ বিষয়ে বলেন, ‘রোনাল্ডো পর্তুগালের না হয়ে আর্জেন্টাইন হলেই ভাল হতো। তিনি আমাকে গ্যাব্রিয়েল বাতিস্তুতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যিনি বলে ছোঁয়া লাগালেই গোল হয়ে যেত।’ শ্রেষ্ঠত্বের প্রশ্নে শুধু একটা জায়গাতেই ঘাটতি মেসির। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোন বড় টুর্নামেন্টের শিরোপাই জিততে পারেননি তিনি। ক্লাব পর্যায়ের বিশ্বের সবগুলো সেরা ট্রফিই জেতা হয়েছে তার। ম্যারাডোনা এ প্রসঙ্গে বলেন, ‘বিশ্বকাপ শিরোপা জয় করতে না পারলেও বার্সিলোনার এই ফুটবল তারকা এখন পর্যন্ত বিশ্বের সেরা। কিন্তু তার একার পক্ষে তো বিশ্বকাপ শিরোপা জয় করা সম্ভব নয়। এজন্য আপনার অবশ্যই একটি ভাল দলের প্রয়োজন হবে।’ ফুটবলের ইতিহাসে মেসির নাম লেখা থাকবে উল্লেখ করে ম্যারাডোনা বলেন, ‘ফুটবলকে তিনি যেমন দিয়েছেন, খেলাটিও তাকে অনেক কিছু দিয়েছে। শুধু বিশ্বকাপ জয় করা ছাড়া তার আর কোন কিছুতেই অপূর্ণতা নেই।’ আদালতে যাচ্ছেন রোনাল্ডো স্পোর্টস রিপোর্টার ॥ কর ফাঁকি নিয়ে ঝামেলায় থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আরও বিপাকে পড়তে হচ্ছে। সহসাই তার মুক্তি মিলছে না। মঙ্গলবার স্পেনের এক আদালত তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ জুলাই শুনানির মুখোমুখি হতে হচ্ছে রোনাল্ডোকে। অবশ্য রোনাল্ডো নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কর কর্তৃপক্ষ এ বিষয়ে সমস্যা করলে স্পেন ছেড়ে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছেন তিনি। সি আর সেভেনের পর কর ফাঁকির অভিযোগ উঠেছে কোচ জোশে মরিনহোর বিরুদ্ধেও। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালন করা মরিনহো রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ করেছে মাদ্রিদ সরকারী আইন কর্মকর্তার দফতর। সরকারী আইন কর্মকর্তার দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচের দায়িত্ব পালন করা ৫৪ বছর বয়সী পর্তুগীজ এই কোচের বিরুদ্ধে দু’টি অভিযোগ আছে।
×