ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু জার্মানির

প্রকাশিত: ০৪:০১, ২১ জুন ২০১৭

জয় দিয়ে শুরু জার্মানির

স্পোর্টস রিপোর্টার ॥ সব তারকাদের বিশ্রাম দিয়ে কনফেডারেশন্স কাপে তরুণদের নিয়ে এসেছেন জার্মান কোচ জোয়াকিম লো। এ কারণে প্রথম ম্যাচটি তাদের জন্য ছিল পরীক্ষার। সেই পরীক্ষায় ভালমতোই উতরে গেছে তরুণ দলটি। সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। সোচির অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জার্মানির হয়ে গোল করেন লার্স স্টিন্ডল, অধিনায়ক জুলিয়ান ড্রাক্সলার ও লেয়ন গোরেজকার। অস্ট্রেলিয়ার হয়ে গোল দু’টি পরিশোধ করেন সেল্টিক মিডফিল্ডার টমি রজিক ও টমি জুরিক। এই জয়ে গ্রুপে দ্বিতীয় অবস্থান নিশ্চিত হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। গ্রুপের শীর্ষে আছে চিলি। যাদের বিরুদ্ধে বৃহস্পতিবার কাজানে খেলবে জার্মানরা। আর বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে গ্রুপের পরবর্তী ম্যাচে ক্যামেরুনের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে ওই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সকারুদের। ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে তারুণ্যনির্ভর জার্মান দলটি। জার্মানদের খর্বশক্তির দল গঠনের কারণে ম্যাচে ভাটা পড়ে দর্শক উপস্থিতিতেও। ৪৭,৭০০ আসনের স্টেডিয়ামে উপস্থিত দর্শক সংখ্যা ছিল মাত্র ২৮,৬০৫ জন। কিন্তু যারা উপস্থিত হয়েছিলেন তারা দেখেন ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই আলো ছড়াচ্ছেন জার্মান তরুণরা। শুরুর এই ছন্দ ধরে রেখে গোল পেতেও দেরি হয়নি ইউরোপের পাওয়ার হাউসদের। পঞ্চম মিনিটেই স্টিন্ডল গোল করে এগিয়ে দেন জার্মানদের। উইঙ্গার জুলিয়ান ব্রান্ডের কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই তরুণ জার্মান (১-০)। নিজের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ থেকে প্রথম গোল পেলেন স্টিন্ডল। প্রথমার্ধের শেষ ভাগে এসে অবশ্য গোলটি পরিশোধ করে সমতার স্বস্তি নিয়েই বিরতিতে যেতে চেয়েছিল সকারুরা। ম্যাচের ৪১ মিনিটে রজিকের অসাধারণ শট প্রতিহত হয় জার্মান রক্ষণভাগে। কিন্তু ফিরতি বল ঠিকই জালে পাঠিয়ে দিতে সক্ষম হন এ সেল্টিক তারকা (১-১)। গোলটি পরিশোধের পরও স্বস্তির বিরতিতে যাওয়া হয়নি অস্ট্রেলিয়ার। বিরতির ঠিক এক মিনিট আগে পেনাল্টি থেকে অধিনায়ক ড্রাক্সলারের গোলে ফের এগিয়ে যায় জার্মানি। মাসিমো লুঙ্গো ডি বক্সে জার্মান মিডফিল্ডার গোরেজকারকে অন্যায়ভাবে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন জার্মান অধিনায়ক। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৮ মিনিটে জসুয়া কিমিচের ক্রসের বলটি নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন গোরেজকা (৩-১)। এই গোলেই জার্মানির জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। দুই গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের বাকি সময়ে ছড়ি ঘোরায় অস্ট্রেলিয়া। অনেকটা একতরফা খেলতে থাকে তারা। ৫৬ মিনিটে আরও একটি গোল পরিশোধও করে দেন সকারু স্ট্রাইকার জুরিক। রজিকের জেরালো একটি শট জার্মান গোলরক্ষক বার্নড লেনো প্রতিহত করলেও আয়ত্তে নিতে পারেননি। ফিরতি বলটি গোলপোস্টের খুব কাছ থেকেই নিয়ন্ত্রণে নিয়ে জার্মান পোস্টে চালান করে দেন জুরিক (৩-২)। এর আগে অবশ্য হ্যান্ডবলের দাবি ওঠে জার্মান শিবির থেকে। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য ভিডিও সহকারী রেফারির শরণাপন্ন হন রেফারি। রিপ্লেতে দেখা যায় বলটি জুরিকের বাহুতে লেগেছে। ফলে গোলটি বৈধতা পায়। ব্যবধান ৩-২ করার পর সমতা ফেরাতে বাকি সময়ে মুহুর্মুহু আক্রমণ শাণাতে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের আক্রমণ জার্মান রক্ষণে যেয়ে প্রতিহত হয়। এরই মাঝে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পায় জার্মানরাও। তাদের একটি প্রচেষ্টা প্রতিহত হয় সাইডপোস্টে লেগে। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন দলটির কোচ জোয়াকিম লো। তিনি বলেন, আমরা এখানে তরুণদের নিয়ে এসেছি। এজন্য শুরুর ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। তারা কঠিন কাজটি ভালমতো সম্পন্ন করেছে। আমি খুশি। আশা করছি লক্ষ্য পূরণে আমরা আরও এগিয়ে যেতে পারব।
×