ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষিকাকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ জুন ২০১৭

শিক্ষিকাকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৮ জুন ॥ সদর উপজেলার শ্রীধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একই স্কুলের সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রবিবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে তিন শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভায় অংশ নেয়। বিদ্যালয়ের অভিভাবক সোজা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র জায়েদ আহমদ, পারভেজ আহমদ, আজম আলী, মারুফ মিয়া, এমদাদুল হক জন্টু, সমাজকর্মী আলীম উদ্দীন হালিম প্রমুখ। বক্তারা বলেন নির্যাতিত অসহায় নারীর কান্নার পাশে দাঁড়িয়েছি। ঐতিহ্যবাহী এই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ গোটা শিক্ষক সমাজের সুনাম নষ্টকারী এই অসৎ ও দুশ্চরিত্র প্রধান শিক্ষক রণধীর দাসকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। গত ১৬ মে বিদ্যালয়ে কক্ষে শ্লীলতাহানি ও ধর্ষণ করার চেষ্টা করেন প্রধান শিক্ষক রণধীর দাস। বিষয়টি শিক্ষিকার স্বামী দুলার মিয়ার কাছে পৌছালে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক রণধীর দাসকে ওই দিন সন্ধ্যায় লাঠিপেটা করেন। এ ঘটনায় রণধীর দাস মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। অপরদিকে শিক্ষিকা ২২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে রণধীর দাসের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এছাড়াও জেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পৃথকভাবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।
×