ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বনশ্রীর ফরাজী হাসপাতালে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৮:০৬, ১৮ জুন ২০১৭

বনশ্রীর ফরাজী হাসপাতালে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর ফরাজী হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আসা দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও ফায়ার স্টেশনের ইউনিট লিডার মজিবর রহমান জানান, রাত পৌনে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দুটি ইউনিট এসে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রামপুরা বনশ্রীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। হাসপাতালের সিকিউরিটি কামাল জানান, শর্ট সার্কিটের কারণে হাসপাতালের জরুরী বিভাগে আগুন লাগে। প্রচ- ধোঁয়া হওয়ায় রোগীদের দ্রুত পাশের এ্যাডভান্স হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
×