ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে জাম নিয়ে গোলযোগ ॥ নিহত এক

প্রকাশিত: ০৭:০৭, ১৮ জুন ২০১৭

দিনাজপুরে জাম নিয়ে গোলযোগ ॥ নিহত এক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলা পল্লীতে জাম পাড়াকে কেন্দ্র করে আহত কুলসুম বেগম মারা গেছেন। শনিবার দুপুর ১২টায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুলসুম বেগম শহরগ্রাম ইউনিয়নের অকড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। বিরল থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির জানান, শুক্রবার বিকেলে গাছ থেকে জাম পাড়ছিলেন কুলসুম বেগমের স্বামীসহ কয়েকজন। জামাল উদ্দিনের সঙ্গে তার চাচা মামুনুর রশিদের ঝগড়া-বিবাদ লাগে। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে জামাল উদ্দিন, কুলসুম বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম আহত হন। শুক্রবার সন্ধ্যার পর আহতদের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, এ ঘটনায় নিহত কুলসুম বেগমের বাবা ফজলুর রহমান বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামুনুর রশিদ ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে আটক করেছে। পাঠাভ্যাসে ‘সম্মাননা’ পেল ১৬৪ শিক্ষা প্রতিষ্ঠান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিভাগের ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় সেরা সংগঠক সম্মাননা দেয়া হয়েছে। শনিবার সকালে রাজশাহী নগরীর নানকিং দরবার হলে সেরা সংগঠক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেকায়েপ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ মাহামুদ-উল-হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরিফ, রাজশাহী অঞ্চলের মাউশির পরিচালক প্রফেসর ড. আব্দুল মান্নান সরকার, প্রকল্প কর্মকর্তা ফারজানা রসুল, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার মোঃ আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্যে পাঠাভ্যাস উন্নয়ন কমসূচী কো-টিম লিডার শরিফ মোঃ মাসুদ বলেন, ২০১৭ সালে সারাদেশে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর ২১ লাখ ৭০ হাজার পাঠক হয়েছে। ২০৪১ সালের যে উন্নত বাংলাদেশের স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন সেই উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষারও উন্নতি প্রয়োজন। স্বাগত বক্তব্যের পর সেরা সংগঠকদের মধ্য থেকে দুই জন সেরা সংগঠক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও ভূমিকা বর্ণনা করেন। বই পড়ার অভ্যাসের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সংগঠকগণ এই কার্যক্রমকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
×