ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার উদ্দেশ্য ক্ষমতা চাই ॥ ইনু

প্রকাশিত: ০৭:০৭, ১৮ জুন ২০১৭

খালেদার উদ্দেশ্য ক্ষমতা চাই ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৭ জুন ॥ তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নয়, খালেদা জিয়ার উদ্দেশ্য হলো যে কোন উপায়ে ক্ষমতায় আসা। এ ছাড়া নির্বাচন এলেই তা বানচাল করার অপচেষ্টায় তিনি ঘোট পাকাতে শুরু করেন। কুষ্টিয়া সার্কিট হাউসে শনিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচনে না আসেন তবে নির্বাচন করা সম্ভব হবে না। এ কথা অগণতান্ত্রিক। নির্বাচন নিয়ে সহায়ক সরকারের নামে আসলে বিএনপি জামায়াত সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশে নির্বাচনের সময় কাউকে সাহায্য করার সরকার আর গঠিত হবে না। ইনু বলেন, বিএনপি এবং বেগম খালেদা জিয়া যদি মনে করেন, বিএনপির অংশগ্রহণ হলে নির্বাচন হালাল হবে। আর অংশগ্রহণ না হলে নির্বাচন বানচাল হয়ে যাবে, অতীত বলছে তা হয় না। এটা একটা ফাঁকা হুমকি। নির্বাচন হালালের সার্টিফিকেট প্রদানের এখতিয়ার বিএনপি বা খালেদা জিয়ার নেই। সুতরাং নির্বাচন করলে করেন না করলে নির্বাচনকে জিম্মি করার দিন আর নেই। যথা সময়েই নির্বাচন হবে। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন উপস্থিত ছিলেন। রাজশাহীতে হত্যার বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা কমিটির সদস্য আল-আমিনকে হত্যাকারী আবদুল মালেকের ফাঁসির দাবিতে নগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি এ্যাডভোকেট ফেরদৌস জামিল টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, নগর সদস্য আবুল কালাম আজাদ, শ্রমিক ফেডারেশনের নেতা সিরাজুর রহমান খান, সদস্য আকবর আলী লালু, নিহত আল-আমিনের ছোটভাই আলাউদ্দিন, আল-আমিনের পিতা আবদুল ওহাব প্রমুখ। নীলফামারী স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, দুই বছর পেরিয়ে গেলেও হত্যাকা-ের কুলকিনারা উদ্ঘাটন হয়নি সৈয়দপুর সরকারী কারিগরি কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র সিরাজুল ইসলাম মনির খান সাকিবের। এই হত্যার বিচার ও খুনীদের অবিলম্বে চিহ্নিত করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সৈয়দপুরের সর্বস্তরের শিক্ষার্থীরা। শনিবার সকাল দশটায় সাকিব হত্যার বিচারের দাবিতে সৈয়দপুরের সর্বস্তরের শিক্ষার্থী ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এসময় সরকারী কারিগরি কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক সংগঠনের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন স্তরের মানুষ। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাকিবের বাবা হাবিবুর রহমান খান, সহপাঠী কাজী তানজিজুল হক তানজিল, খন্দকার আবিদা সুলতানা রিয়া, মুজাহেদীন ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল হৃদয়, কাজী নাইম ইজাজ, আসাদুজ্জামান আসাদ, শিক্ষানগরী সৈয়দপুর কমিটির সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, আমাদের প্রিয় সৈয়দপুরের সাংগঠনিক সম্পাদক মিঠুন হাসান, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
×