ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাসান-ভুবির আগুন ঝরানো লড়াই?

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ জুন ২০১৭

হাসান-ভুবির আগুন ঝরানো লড়াই?

শাকিল আহমেদ মিরাজ ॥ ভুবনেশ্বর কুমার প্রতিষ্ঠিত পারফর্মার। ২৭ বছর বয়সী ডানহাতি আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে পাঁচ বছর পার করে দিয়েছেন। আইসিসির সেরা উদীয়ামান, স্বদেশী বোর্ডের (বিসিসিআই) বর্ষসেরাসসহ একাধিক পুরস্কার জিতে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। ইংল্যান্ডের সুইং কন্ডিশনে ভুবির ভাল করাটা তাই প্রত্যাশিত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ স্পটলাইটে থাকবেন তুখোড় এই পেসার। প্রতিদ্বন্দ্বীতায় তার বিপরীতে হাসান আলির মতো একজনকে হয়ত অনেকেই মেনে নিতে পারবেন না। তাদের জন্য তথ্য, নিজেদের প্রথম ম্যাচে এই ভারতের কাছে লজ্জার হারের পর ‘নাম্বার ওয়ান’ প্রোটিয়াদের হারিয়ে ঘুরে দাঁড়ানোর দিনে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা, এরপর ‘ডু অর ডাই’ শ্রীলঙ্কাবধ হয়ে সেমিতে ইংলিশদের উড়িয়ে দেয়াÑ প্রতিটি ম্যাচে হাসানের শিকার সমান ৩টি করে। ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসান আলি সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন তার ধারাবাহিকতা দিয়ে। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা কেবল ভাল যায়নি। দলের ১২৪ রানের লজ্জার হারের দিনে ১ উইকেটের জন্য ৭০ রান খরচ করতে হয়েছিল। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলিদের ধুরন্ধর ব্যাটিংয়ের মুখে সব পাকিস্তানী বোলারের ওপর দিয়েই অবশ্য ঝড় বয়ে গিয়েছিল। এরপর সরফরাজ আহমেদদের ঘুরে দাঁড়ানোর মূল কারিগর কিন্তু এই হাসানই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিলেন ২৪ রানে ৩ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচন-মরণ ম্যাচে ৩ উইকেট ৪৩ রানের বিনিময়ে। সেমিতে ইংলিশদের উড়িয়ে দেয়ার দিনে তো আগের তিন ম্যাচকেই ছাড়িয়ে গেলেন। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা। আসরে চার ম্যাচের প্রতিটাতেই উইকেট পেয়েছেন। এর মধ্যে সর্বশেষ তিন ম্যাচে টানা ৩টি করে। মোহাম্মদ আমির, জুনায়েদ খানের মতো তারকা পেসারদের ম্লান করে উন্মাদনার ফাইনালে আজ আলো থাকছে তরুণ এই পেসারের ওপর। গত বছর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ছিলেন উইকেটশূন্য। তবে ওই সময়ই ইংল্যান্ড সফরে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে প্রতিভার জানান দিয়েছিলেন। সেই ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে হাসান এবার ক্রিকেট বিশ্বই কাঁপিয়ে দিচ্ছেন। জস হ্যাজলউডকে পেছনে ফেলে সর্বোচ্চ ১০ উইকেট তার দখলেÑ পাকিস্তানের পক্ষে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ডও এটি। ২০০৯ সালে সাঈদ আজমল নিয়েছিলেন ৮ উইকেট। আর শুরুতেই বলা হয়েছে ভুবনেশ্বরকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সাফল্যের পথটা মসৃণ ছিল না। ইনজুরি ও ফর্মহীনতায় গত বছর মাত্র দুটি ওয়ানডে খেলার সুযোগ হয়েছিল। সেই তিনিই এবারের আইপিএলে হায়দরাবাদের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন। ১৪ ম্যাচে নিয়েছেন রেকর্ড সর্বোচ্চ ২৬ উইকেট। মূলত সে কারণে এবং ইংলিশ কন্ডিশনে তার সুইং কাজে লাগবে এমন বিবেচনায় জায়গা করে নিয়েছেন গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। আইপিএলে ফর্মের সে ধারা চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনেও অব্যাহত রেখেছেন ২৭ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ রান দিয়ে ৩ উইকেট, বাংলাদেশের বিপক্ষে ১৩ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর। মূলপর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে শিকার একটি করে। আর ‘ডু অর ডাই’ হয়ে ওঠা গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট। টপঅর্ডারের দুই তারকা সৌম্য সরকার আর সাব্বির রহমানকে ফিরিয়ে ভুবনেশ্বরই প্রথমে টাইগার শিবিরে বড় ধাক্কাটা দিয়েছিলেন। ৪ ম্যাচে তার শিকার সংখ্যা ৬। ৬৩ ওয়ানডের ক্যারিয়ারে ঝুঁলিতে পুরেছেন ৬৭ উইকেট। ইনিংসে সেরা বোলিং ৮ রান দিয়ে ৪ উইকেট। তারচেয়ে বড় বিষয় আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। লন্ডনের কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে শিরোপা ফয়সালার ফাইনালে আজ তাই জমে উঠতে পারে দুই পেসার ভুবনেশ্বর ও হাসান আলির লড়াই।
×