ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় আবাসিক ক্যাম্প শুরুর পরিকল্পনা

প্রকাশিত: ০৭:১৬, ১৭ জুন ২০১৭

দ্বিতীয় আবাসিক ক্যাম্প শুরুর পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদফতরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নারী হকি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হচ্ছে আবাসিক ক্যাম্প। দীর্ঘদিন পর আবারও জাতীয় নারী হকি দল গঠনের লক্ষ্যে প্রথম পর্যায়ে ১০ দিনব্যাপী এই ক্যাম্পে অংশ নিচ্ছে দেশের ৯টি জেলা থেকে অংশ নেয়া ৫১ নারী হকি খেলোয়াড়। ক্যাম্প শেষে বাছাইকৃত ২৫ জনকে নিয়ে একমাসের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে। ৭০-এর দশকে বাংলাদেশের নারী হকির স্বর্ণ সময় ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণশীলতার চাপে হকি থেকে হারিয়ে যায় নারীদের নাম। হকির সেই সোনালী দিন ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিয়েছে ক্রীড়া পরিদফতর। সারাদেশ থেকে বাছাইকৃত মেধাবী ও আগ্রহী খেলোয়াড়দের নিয়ে আবাসিক ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে তারা। প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পর থেকেই বিভিন্ন জেলার আগ্রহী ক্রীড়া কর্মকর্তারা যোগাযোগ করছেন নিজ জেলার নারী খেলোয়াড় পাঠাতে। সে কথা মাথায় রেখে দ্বিতীয় ধাপে আরেকটি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে ক্রীড়া পরিদফতর। মামুনুলকে জরিমানা স্পোর্টস রিপোর্টার ॥ কদিন আগে শেষ হওয়া ফেডারেশন কাপের শেষদিকের ঘটনা। ফাইনালের আগের রাতে প্রায় মধ্যরাতে ক্লাবে ফেরেন মামুনুল ইসলাম, যার প্রভাব পড়ে ফাইনালে খেলার মাঠে। পুরো খেলায় ছিলেন বিস্ময়করভাবে নিষ্প্রভ। তার দল চট্টগ্রাম আবাহনীও হেরে যায়। অথচ জিততে পারলে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারত বন্দরনগরীর এই দলটি। এই মিডফিল্ডারকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিল ক্লাবটি। শোকজের উত্তর দেয়ার জন্য মামুনুলকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। মামুনুলের উত্তর পছন্দ হয়নি ক্লাব কর্তৃপক্ষের। ফলে মামুনুলকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ক্লাবটি।
×