ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ জাপান যাচ্ছে কৃষ্ণারা

প্রকাশিত: ০৭:১৫, ১৭ জুন ২০১৭

আজ জাপান যাচ্ছে কৃষ্ণারা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮-২৪ জুন পর্যন্ত জাপানের ওসাকায় জে-গ্রিন সাকাই ন্যাশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ এবং ৫টি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যে বাংলাদেশ দল আজ শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে বিমানযোগে জাপানের ওসাকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এর আগে আজ বিকেল ৪টায় মহিলা দলের এক ফটোসেশন অনুষ্ঠিত হবে বাফুফে ভবনে। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। এ আসরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অ-১৬ মহিলা দল আগে কিছুদিন আগেই জাপান ও সিঙ্গাপুর গিয়ে অনুশীলন করেছে এবং প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। থাইল্যান্ডের অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা আরও তিনটি দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। এর ধারাবাহিকতায় জাপান যাচ্ছে কৃষ্ণাবাহিনী। বর্তমানে ক্যাম্পে আছে ২৮ ফুটবলার। তবে জাপানে সবাইকে পাঠাচ্ছে না বাফুফে। ২০ জন খেলোয়াড় যাবে (কোচ ও অফিসিয়ালসহ)। যদি সফরে গিয়ে কোন ফুটবলার ইনজুরিতে পড়েন তাহলে বাকি আটজন থেকে সেই চোটগ্রস্ত ফুটবলারের অভাব পূরণ করা হবে। কুইন্স কাপে দ্বাদশ সিদ্দিকুর স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের কুইন্স কাপ গলফে মোটামুটি ভাল সূচনা করেছেন বাংলাদেশী তারকা গলফার সিদ্দিকুর রহমান। পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন তিনি। সান্টিবুরি সামুই কান্ট্রি ক্লাবে বৃহস্পতিবার ছয়টি বার্ডি, একটি বোগি ও একটি ডাবল বোগি করেন সিদ্দিকুর। শুরুর নয় হোলে পাঁচটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। বিরতির পর কোর্সে ফিরে একটি করে বার্ডি ও ডাবল বোগি করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। পাঁচ লাখ ডলার প্রাইজমানির এই আসরে প্রথম রাউন্ডে ১০ জনের সঙ্গে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন তিনি। স্বাগতিক থাইল্যান্ডের সাকুলপোলফাইসান ও মার্কসায়েং প্রেয়াদ এবং ভারতের রশিদ খান ও ফিলিপিন্সের এ্যাঞ্জেলো কুই পারের চেয়ে ছয় শট করে কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
×