ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিজের এয়ারবাস শুধু মধ্যপ্রাচ্যে উড়বে

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ জুন ২০১৭

লিজের এয়ারবাস শুধু মধ্যপ্রাচ্যে উড়বে

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের উন্নত সেবাদান এবং অনটাইম পারফর্মেন্স বাড়ানোর লক্ষ্যে বহরে আরও একটি উড়োজাহাজ সংযোজন করেছে। স্পেনের ওয়ামোস এয়ার সংস্থা হতে লিজে সংগৃহীত এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজটি বৃহস্পতিবার হতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এই উড়োজাহাজ বহরে সংযোজনের মধ্য দিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৩টি। ২০টি বিজনেস ক্লাস ও ৩০৭টি ইকোনমি ক্লাসসহ মোট ৩২৭ আসনবিশিষ্ট বিমানের এই এয়ারবাস এ৩৩০ এয়ারক্রাফট ঢাকা-দোহা রুটে বিজি-১২৫ হিসেবে প্রথম ফ্লাইট পরিচালনা করে। বিমানের মধ্যপ্রাচ্যের রুটগুলোতে বিশেষত দোহা ও কুয়েত রুটে বহরে সদ্য সংযোজিত এয়ারবাস এ-৩৩০ এয়ারক্রাফটের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে বিমান বহরে রয়েছে নিজস্ব ক্রয়কৃত ব্র্যান্ড নিউ অত্যাধুনিক চারটি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং দুটি ব্র্যান্ড নিউ ৭৩৭-৮০০ এয়ারক্রাফট এবং লিজে সংগৃহীত দুটি বোয়িং ৭৭৭-২০০ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০, দুটি ড্যাশ৮ কিউ৪০০ এবং একটি এয়ারবাস এ৩৩০ এয়ারক্রাফট। বিমান বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতারা ১৫ জুন বৃহস্পতিবার শপথ নেন। এরপর তারা রাজধানীর মগবাজার কেন্দ্রীয় অফিস থেকে শোভাযাত্রা নিয়ে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। গত ৩০ মে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পঞ্চবার্ষিকী সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোরশেদ খান ৪১ সদস্যের পূর্ণ কমিটি আগামী ৫ বছরের জন্য অনুমোদন করেন। কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু, সাধারণ সম্পাদক (প্রশাসন) মাহাবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক (অর্থ ও পরিকল্পনা) আসিবুর রহমান খান আসিফ। সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) সরকার আক্তার ফারহানা সুমি। Ñবিজ্ঞপ্তি। দুরন্তপনা... তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে নেপালে। মাত্রাতিরিক্ত গরম সহ্য করতে না পেরে দেশটির জানকপুরে পুকুরে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। এ সময় তাদের সঙ্গী হয় গবাদিপশুও -এএফপি অষ্টম আশ্চর্য! বিশ্বের সাতটি আশ্চর্যের বিষয়ে সবারই জানা আছে। কিন্তু অষ্টম আশ্চর্যের কথা এতদিন গোপন ছিল। এবার তা ফাঁস করলেন বিজ্ঞানীরা। নিউজিল্যান্ডের অনিন্দ্য সুন্দর লেক রোটোমোহনার সিলিকা উপত্যকার সৌন্দর্যকে অষ্টম আশ্চর্য হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা -ওয়েবসাইট
×