ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিহত সেনাসদস্য আজিজের বাড়িতে মাতম

প্রকাশিত: ০৪:০৯, ১৭ জুন ২০১৭

নিহত সেনাসদস্য আজিজের বাড়িতে মাতম

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ জুন ॥ মঙ্গলবার সকালে রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিখোঁজ সেনাসদস্য মোঃ আজিজুর রহমানের (৩১) লাশ নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার ৫০ ফুট গভীর খাদ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে এক সেনা কর্মকর্তা জানান। এ নিয়ে পাঁচ সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার তার লাশ হেলিকপ্টারে গ্রামের বাড়ি মাদারীপুরে আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যে লাশ বহনকারী হেলিকপ্টার মাদারীপুরে পৌঁছাতে পারে বলে জানান নিহত সেনাসদস্য আজিজুর রহমানের চাচা মোঃ ইউনুস ব্যাপারী। এদিকে সেনাসদস্য মোঃ আজিজুর রহমানের বাড়িতে চারদিন ধরে চলছে শোকের মাতম। আজিজের অকালমৃত্যুতে বাড়ির লোকজন পাড়া-প্রতিবেশী বাকরুদ্ধ। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী বাজিতপুর গ্রামের মোঃ খলিল ব্যাপারীর বড় ছেলে মোঃ আজিজুর রহমান। তিনি ২০০২ সালে এসএসসি পাস করার পর ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। আজিজুর রহমানের চাচা ইউনুস ব্যাপারী বলেন, ‘আজিজুর রহমান চট্টগ্রামে কর্মরত ছিল। মঙ্গলবার সকালে মানিকছড়িতে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার অভিযানে গেলে অন্য সেনা অফিসার ও সদস্যেদের সঙ্গে আজিজ নিখোঁজ হয়। শুক্রবার হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে লাশ মাদারীপুরে গ্রামের বাড়ি আনা হচ্ছে। আজিজুর রহমান চার বছর আগে রাজৈর উপজেলার দুর্গাবর্দী গ্রামের আবদুস সালাম হাওলাদারের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। তাদের তাহাসিন নামে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। নিহত সেনাসদস্য আজিজুর রহমানের মা-বাবা বোন, স্ত্রীসহ পরিবারের সদস্যরা বর্তমানে শোকে পাথর হয়ে গেছেন। ডিজিটালের সুফল পাচ্ছে দেশের মানুষ ॥ মির্জা আজম নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ জুন ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশের মানুষ আজ ডিজিটালের সুফল পাচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে তরুণ সমাজ আজ ঘরে বসেই অনেক টাকা উপার্জন করতে পারছে। তাদের আর চাকরির পেছনে ছুটতে হচ্ছে না। এই খাতে প্রশিক্ষিত তরুণেরা ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করবে বলে আশা করা হচ্ছে। প্রতিমন্ত্রী মির্জা আজম শুক্রবার সকালে জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি বিভাগের লার্নিং এ্যান্ড আর্নিং প্রকল্পের উদ্যোগে আয়োজিত লার্নিং এ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, শেখ হাসিনা না থাকলে একাত্তরের সেই রাজাকার, আলবদর ও আল শামসরা আবার ক্ষমতায় আসবে। তাদের লক্ষ্য এই দেশটাকে জঙ্গীরাষ্ট্র বানানো। জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন লার্নিং এ্যান্ড আর্নিং প্রকল্পের পরিচালক মির্জা আশরাফ আলী, জামালাপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।
×