ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটির সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত ঢাবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ০৮:০৮, ১৬ জুন ২০১৭

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটির  সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত ঢাবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নবগঠিত কমিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বশেষ বুধবারের বৈঠকে নির্বাহী কমিটি গঠনে গঠনতন্ত্র না মানায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ। এ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেডারেশনের গঠনতন্ত্র অনুসারে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক সমিতি থেকে ৩ জন করে প্রতিনিধি ফেডারেশনে যোগ দেবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে এ ব্যাপারে অবহিত না করেই গঠনতন্ত্র অমান্য করে ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এই কমিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কোন সম্পর্ক নেই। জানতে চাইলে অধ্যাপক রহমত উল্লাহ বলেন, ফেডারেশনের কমিটি গঠনে গঠনতন্ত্র মানা হয়নি। প্রতিনিধি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমিসহ তিনজন যোগ দেয়ার কথা। শিক্ষক সমিতির মনোনীত সদস্য প্রেরণের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি। কারণ প্রতিনিধি প্রেরণ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির কোন সভাই হয়নি। তাছাড়া গঠনতন্ত্র অনুযায়ী ফেডারেশনের কমিটি হওয়ার কথা ৭ সদস্যবিশিষ্ট। কিন্তু এবার কমিটি গঠিত হয়েছে ২১ সদস্যবিশিষ্ট। তাই বাংলাদেশ শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সঙ্গে ঢাবি শিক্ষক সমিতির কোন সম্পর্ক নেই। এ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে কয়েকবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
×