ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কের কিছু নেই ॥ স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: ০৮:০৪, ১৬ জুন ২০১৭

চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কের কিছু নেই ॥ স্বাস্থ্য অধিদফতর

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থাকতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। চিকুনগুনিয়া জ্বর নিয়ে আতঙ্কের কিছু নেই। এতে কারও মৃত্যু ঘটবে না। এই জ্বর এমনিতেই সেরে যায়। ডেঙ্গুতে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। আইইডিসিআর আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন। সভায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (মেডিক্যাল শিক্ষা) আব্দুর রশীদ ও আইইডিসিআর পরিচালক সানিয়া তহমিনা উপস্থিত ছিলেন।
×