ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খেলার ধরন পাল্টাবে না ইংল্যান্ড ॥ মরগান

প্রকাশিত: ০৬:৪৭, ১৬ জুন ২০১৭

খেলার ধরন পাল্টাবে না ইংল্যান্ড ॥ মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ সবচেয়ে দুরন্ত একটি দল ছিল ইংল্যান্ড। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা দারুণভাবে শুরু করেছিল। গ্রুপপর্বে টানা তিন ম্যাচে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া- সবার বিরুদ্ধেই বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে একমাত্র অপরাজিত ছিল তারা। কিন্তু এই অদম্য ইংলিশদেরই ৮ উইকেটে হারতে হয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বর দল পাকিস্তানের কাছে। এবার সব প্রতিপক্ষের বিরুদ্ধেই আক্রমণাত্মক মনোভাবের ক্রিকেট খেলেছে ইংলিশরা। পাকদের বিরুদ্ধে সেটা কার্যকর হয়নি। এরপরও ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান ঘোষণা দিয়েছেন খেলার ধরন কোনভাবেই পাল্টাবে না তার দল। কার্ডিফে পাকদের বিরুদ্ধে জিতলেই তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতো ইংল্যান্ড। ২০০৪ ও ২০১৩ সালের আসরে ফাইনাল খেলেছে তারা। তবে ওয়ানডের বিশ্বমানের কোন আইসিসি টুর্নামেন্টে শিরোপা জিততে এখন পর্যন্ত ব্যর্থই আছে ইংলিশরা। এবার অন্যতম ফেবারিট হিসেবে ঘরের মাঠে দারুণ সুযোগ হাতছাড়া করেছে তারা পাকদের কাছে সেমিতে হেরে। কিন্তু এবার না হলেও প্রথমবার ওয়ানডের কোন আইসিসি ইভেন্টে শিরোপা জয়ের যে আকাক্সক্ষা সেটা আগামী ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মরগান। তিনি দাবি করেন বর্তমান দল যেভাবে খেলছে সেই ধরনের মধ্যে কোন পরিবর্তন আসবে না। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে আছে তারা। এমনকি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও টানা জয়ের মধ্যেই ছিল। টুর্নামেন্টের আগে সর্বশেষ ১২ ওয়ানডের মধ্যে ১১ ম্যাচেই জিতেছিল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই দুরন্ত ইংল্যান্ডের অগ্রযাত্রা থামেনি। টানা তিনটি জয় তুলে নেয় তারা। গত ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তারা। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটাই বাজে দিন কেটেছে তাদের। শেষ চারের লড়াইয়ে ব্যাটিং গভীরতায় দারুণ শক্তিশালী দলটি গুটিয়ে যায় মাত্র ২১১ রানে। কোন ব্যাটসম্যান অর্ধশতকও হাঁকাতে পারেননি। এমনকি আক্রমণাত্মক ব্যাটিংয়ে সিদ্ধহস্ত অলরাউন্ডার বেন স্টোকসও ব্যর্থ হয়েছেন ভাল ব্যাটিং প্রদর্শন করতে। তিনি ৩৪ রানের ইনিংস খেলতে ৬৪ বল খরচা করেন যার মধ্যে অবিশ্বাস্যভাবে কোন চারের মার পর্যন্ত ছিল না। হারের পর হতাশা সঙ্গী হলেও ইংলিশ অধিনায়ক মরগানের কণ্ঠে তেমন আক্ষেপ নেই। তিনি মনে করেন দলের অন্যতম লক্ষ্য আগামী বিশ্বকাপ। আর সেই লক্ষ্যে দল এখন ২ বছর সুযোগ পাবে শিক্ষা গ্রহণের। এ বিষয়ে তিনি বলেন, ‘টেবিলের শীর্ষে থেকে শেষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রুপপর্বে খুবই ভাল ক্রিকেট খেলা। যেটা আমরা বিশ্বাস করি সেটাকে সত্য বলে এগিয়ে চলার চেষ্টা করি। আর এটাই গত কয়েক বছর আমাদের জন্য দারুণ কার্যকর হয়েছে। আমার মনে হয় এটাই ভবিষ্যতে আমাদের অব্যাহত ফর্মূলা হবে। আমার মনে হয় আগামী বিশ্বকাপে দলের অবস্থান কেমন হবে সেটা নির্ভর করছে আমাদের খেলার ধরনের ওপর। এখন আমরা যেভাবে খেলে যাচ্ছি সেটাতে কোন পরিবর্তন আনতে চাই না। কারণ নিশ্চিতভাবেই আমার মনে হয় আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। নকআউট ক্রিকেটে সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে ওঠা। বিশ্বকাপে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ছুটে বেড়িয়ে খেলাটা খুবই চ্যালেঞ্জের। এ কারণে এ ম্যাচটি আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে থাকল।’ বার্সিলোনার দূত আবিদাল স্পোর্টস রিপোর্টার ॥ আবারও প্রিয় ন্যুক্যাম্পে ফিরলেন এরিক আবিদাল। সাবেক এই ফরাসী ডিফেন্ডার একসময় বার্সিলোনার হয়ে মাঠ কাঁপিয়েছেন। বার্সিলোনার হয়ে ১৯৩ ম্যাচ খেলে ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লীগ ছাড়াও চারটি লা লিগা শিরোপা জিতেছেন। সাবেক এই ফুটবলারকে ক্লাবের দূত করেছে বার্সা। আবিদাল বার্সাকে বিদায় জানিয়েছেন চার মৌসুম আগে। এরপর মোনাকো, অলিম্পিয়াকোসে খেলে বুটজোড়া তুলে রাখেন। এবার তিনি বার্সায় ফিরলেন দূত হয়ে। ফ্রান্সের এই ডিফেন্ডারের ২০১১ সালে যকৃত প্রতিস্থাপন করা হয়। পরে সুস্থ হয়ে মাঠে ফেরার পর ২০১৩ সালে বার্সাকে বিদায় জানান। আবারও বার্সায় ফিরতে পেরে উচ্ছ্বসিত আবিদাল। তিনি বলেন, ক্লাবের অফিসিয়াল অংশ হিসেবে ফেরাটা আনন্দের।
×