ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিযোগ অস্বীকার রোনাল্ডোর

প্রকাশিত: ০৭:১৩, ১৫ জুন ২০১৭

অভিযোগ অস্বীকার রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠ ও মাঠের বাইরে সুখের সাগরে হাবুডুবু খাচ্ছেন। সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছেন। এর আগে বার্সিলোনার কাছ থেকে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করাসহ চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রেখেছে তার দল রিয়াল মাদ্রিদ। অবসর সময়টা এখন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন পর্তুগীজ সুপারস্টার। এখন প্রস্তুতি নিচ্ছেন ফিফা কনফেডারেশন্স কাপে খেলার জন্য। এই সুখের সময়েই একটা দুঃসংবাদ শুনেছেন রোনাল্ডো। কর ফাঁকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনাল্ডো। কেবল সি আর সেভেন নয়, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জোশে মরিনহো ও রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেসের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছে। যদিও রোনাল্ডো ও মরিনহো এরই মধ্যে তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতিবাদ করেছেন। রোনাল্ডোর পক্ষে রিয়াল মাদ্রিদও এই ঘটনার প্রতিবাদ করেছে। বেশ কিছুদিন ধরেই রোনাল্ডোর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছিল। অপসোর কোম্পানির মাধ্যমে রোনাল্ডো এই কর ফাঁকি দিয়েছেন বলে মাদ্রিদের সরকারী আইন কর্মকর্তার দফতর থেকে জানানো হয়েছে। সরকারী দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগালের এ ফুটবলারের বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কর ফাঁকির চারটি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১৪,৭৬৮,৮৯৭ ইউরো ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। শাহেদ রেজার অর্জন স্পোর্টস রিপোর্টার ॥ গত ১১ জুন শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের এশিয়ার আঞ্চলিক সভায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে কমনওয়েলথ গেমস ফেডারেশনের স্পোর্টস কমিটির এশিয়ান রিপ্রেজেনটেটিভ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
×