ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারাতেতে বাংলাদেশের ৪ রুপা ও ২ তামা

প্রকাশিত: ০৭:১১, ১৫ জুন ২০১৭

কারাতেতে বাংলাদেশের ৪ রুপা ও ২ তামা

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১১ জুন জ্যামাইকা সেন্টারের ইয়র্ক কলেজে অনুষ্ঠিত হয় ‘থমাস লা পাপেট মেমোরিয়াল ক্ল?্যাসিক কারাতে প্রতিযোগিতা’। এতে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আওতাধীন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের পক্ষে পাঁচ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে। উন্মুক্ত শ্রেণী প্রতিযোগিতায় হাসনাইন কবীর কাতা ও কুমিতে উভয় ক্যাটাগরিতে একটি করে মোট দুটি রৌপ্যপদক, রায়হান জামান রানা কাতা ক্যাটাগরিতে একটি তাম্র ও কুমিতে ক্যাটাগরিতে একটি রৌপ্যপদক, মঞ্জুরুল কাদের কাতা ক্যাটাগরিতে একটি রৌপ্য ও কুমিতে একটি তাম্রপদক অর্জন করেন। দলীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় কারাতে দলের সাবেক খেলোয়াড় ও রেফারি নিউইয়র্ক প্রবাসী ফিরোজ কবীর। এর আগে গত ৬ ও ৭ মে মার্পল স্পোর্টস এরিনা ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ‘ইউএসএ ফিলাডেলফিয়া ওপেন’ প্রতিযোগিতায় বাংলাদেশের হাসনাইন কবির উন্মুক্ত শ্রেণী প্রতিযোগিতায় দুটি স্বর্ণ এবং রায়হান জামান রানা দুটি স্বর্ণপদক অর্জন করেছিলেন। ওয়ালটন বিচ শরীর গঠন স্পোর্টস রিপোর্টার ॥ ঈদের পরে অনুষ্ঠিত হবে ‘ওয়ালটন বিচ শরীর গঠন প্রতিযোগিতা’র তৃতীয় আসর। এবারের প্রতিযোগিতা ছয়টি ওজন শ্রেণীতে অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণীগুলো হলো : ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। ছয়টি ক্যাটাগরিতে মোট ৬০ হাজার টাকার প্রাইজমানি থাকছে। প্রত্যেক ওজন শ্রেণীর প্রথম স্থান অধিকারী পাবেন মেডেল, সনদপত্র ও ৫ হাজার টাকা। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন মেডেল, সনদপত্র ও ৩ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকারী পাবেন মেডেল, সনদপত্র ও ২ হাজার টাকা। এ বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এর আগেও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম ও দ্বিতীয় বিচ শরীর গঠন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
×