ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ ও বিদ্যুতস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৮, ১৪ জুন ২০১৭

অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ ও বিদ্যুতস্পৃষ্টে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে অটোরিক্সার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ মারা গেছে। কামরাঙ্গীরচরে আলীনগর রাস্তায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। মিরপুর রূপনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের ৫ তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এদিকে মহাখালী সাততলা বস্তিতে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের গুলিতে এক হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দক্ষিণখান কোটবাড়ি রেলগেট এলাকায় একটি অটোরিক্সা চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মারা গেছে। তার নিহতের স্বামীর নাম রতন মিয়া। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। তিনি দক্ষিণখান মজিবর মার্কেট এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু কামরাঙ্গীরচরে আলীনগর এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরাফাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফাত স্থানীয় ব্র্যাক স্কুলে শিশু শ্রেণীতে পড়ত। তার বাবার নাম আলমগীর হোসেন। কামরাঙ্গীরচর আলীনগরে এলাকায় থাকত তারা। ভবন থেকে পড়ে শ্রমিক নিহত মিরপুর রূপনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের ৫ তলার ছাদ থেকে পড়ে মনির হোসেন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবর নাম শহীদ মিয়া। গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার রাজিবপুর গ্রামে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মহাখালী সাততলা বস্তিতে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের গুলিতে শামিম আহমেদ (৪২) নামের এক হোটেল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×