ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো-মেসির চেয়েও দামী ডেলে আলী!

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ জুন ২০১৭

রোনাল্ডো-মেসির চেয়েও দামী ডেলে আলী!

স্পোর্টস রিপোর্টার ॥ অবাক করা তথ্যই বটে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের চেয়েও নাকি বর্তমানে দামের দিক থেকে এগিয়ে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের দুই ফুটবলার হ্যারি কেন ও ডেলে আলী। ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) বিশ্লেষণে এমনই জানানো হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক এই গবেষণা কেন্দ্র খেলোয়াড়দের মজুরির যে তালিকা প্রণয়ন করেছে তাতে মেসির বার্সিলোনা সতীর্থ নেইমার আছেন সবার শীর্ষে। ইউরোপের শীর্ষ ৫টি লীগের খেলোয়াড়দের দলবদল ফিসহ তাদের মজুরি বিশ্লেষণের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে। সেখানে নেইমারের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১০.৭ মিলিয়ন ইউরো। এতে নেইমারের পারফর্মেন্স, ক্লাব ও আন্তর্জাতিক মর্যাদা, বয়স, পজিশন এবং বাণিজ্যিকীকরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। চলতি মাসের শেষভাগে ৩০ বছরে পা রাখতে যাওয়া মেসি ১৫১.৭ মিলিয়ন ইউরো অর্থমূল্য নিয়ে তালিকার চতুর্থ স্থানে ঠাঁই পেয়েছেন। অথচ স্পার্সদের হয়ে চলতি মৌসুমে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করা ইংলিশ আন্তর্জাতিক তারকা ডেলে আলী ও কেন যথাক্রমে ১৫৫.১ মিলিয়ন ইউরো ও ১৫৩.৬ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে মেসির ওপরে অবস্থান করছেন। রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনাল্ডো মাত্র ১১২.৪ মিলিয়ন অর্থমূল্য নিয়ে এই তালিকার বেশ নীচের দিকেই আছেন। তার অবস্থান ১১তম। ৩২ বছর বয়সী রোনাল্ডোর ওপরে আছেন এ্যান্টোনিও গিজম্যান, লুইস সুয়ারেজ, পল পোগবা, গঞ্জালো হিগুয়াইন, ইডেন হেজার্ড ও পাওলো দিবালা। সিআইইএস রচিত শীর্ষ ২৫ খেলোয়াড় তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে রোনাল্ডো হচ্ছেন সবচেয়ে বয়সী ফুটবলার। আর সবচেয়ে কমবয়সী ফুটবলার হচ্ছেন মোনাকোর বিস্ময় বালক কেইলিয়ান এমবাপে।
×