ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যমজ সন্তানের বাবা হলেন রোনাল্ডো

প্রকাশিত: ০৭:০০, ১৩ জুন ২০১৭

যমজ সন্তানের বাবা হলেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ময়দানী লড়াইয়ে দাপট দেখানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবখানেই সাফল্য পাচ্ছেন। দিন কয়েক আগে বিশ্বসেরা এ্যাথলেট হয়েছেন। সামাজিক যোগাযোগেও সবচেয়ে জনপ্রিয়। এবার ব্যক্তিগত জীবনেও সাফল্য পেয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। যমজ সন্তানের বাবা হয়েছেন পর্তুগাল অধিনায়ক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে এমনই জানা গেছে। রোনাল্ডোর দুই সন্তানের মধ্যে একটি পুত্র ও অন্যটি কন্যা। এরই মধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন সি আর সেভেন। এই তারকা ফুটবলার তার পুত্রের নাম মাটিও ও কন্যার নাম ইভা রেখেছেন বলে পর্তুগীজ টেলিভিশন নিশ্চিত করেছে। তবে রোনাল্ডো এখনও এ বিষয়ে মুখ বন্ধ রেখেছেন। শোনা যাচ্ছে, সারোগেটের (ভাড়াটে গর্ভধারিণী) মাধ্যমে জন্ম লাভ করেছে রোনাল্ডোর দুই সন্তান। এর আগে রোনাল্ডোর প্রথম সন্তান রোনাল্ডো জুনিয়রও সারোগেট মায়ের মাধ্যমে জন্ম নিয়েছে বলে গুজব ওঠে। যদিও এখন পর্যন্ত পুত্রের জন্মের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি রিয়াল তারকা। এর আগে গত মার্চে ব্রিটিশ কয়েকটি গণমাধ্যম রোনাল্ডো যমজ সন্তান হওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সে সময় এই তারকা ফুটবলারের বান্ধবী জর্জিনা রড্রিগেজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিগুলো দেখে জর্জিনাকে গর্ভবতীই মনে হয়। ছবিগুলোতে দেখা যায়, রোনাল্ডো জর্জিনাকে নিয়ে সমুদ্রসৈকতে হাঁটছেন। সেই ছবিতে জর্জিনার পেট বেশ স্ফীত দেখা গেছে। আরেকটি ছবিতে দেখা যায়, রোনাল্ডো ও জর্জিনা বেশ অন্তরঙ্গ অবস্থায় আছেন। এই ছবি দেখেও জর্জিনার গর্ভধারণের বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। এরপর তো দুই দুইয়ে চার মিলিয়ে, রোনাল্ডো বাবা হচ্ছেন বলে সংবাদমাধ্যমে প্রচারিত হতে থাকে। তবে রোনাল্ডো বা জর্জিনা কেউই এ বিষয়ে কিছু বলেননি এখন পর্যন্ত। পাইওনিয়ার ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ চলছে পাইওনিয়ার ফুটবলের সুপার লীগের খেলা। সোমবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার গোলশূন্য ড্র করে ফেনী স্পোর্টস একাডেমির সঙ্গে। এছাড়া একই ভেন্যুতে অনুষ্ঠিত নাসির ফুটবল একাডেমিও একই ব্যবধানে ড্র করে ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্রের সঙ্গে। আবহাওয়াজনিত কারণে রাজউক আউটার মাঠে গুলশান ইয়ুথ ক্লাব বনাম গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার এবং চাঁদপুর কিশোর ফুটবল ক্লাব বনাম বিক্রমপুরের খেলা দুটি বৃষ্টির কারণে আরম্ভ করা যায়নি। পরে বদলি শিফটে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সান্তা ক্লারায় আরেকটি জয় লিডেকির স্পোর্টস রিপোর্টার ॥ সান ফ্রান্সিসকোয় চলছে সান্তা ক্লারা প্রো সুইম প্রতিযোগিতা। আরেকটি দ্রুতগতির টাইমিং গড়েছেন সেখানে কেটি লিডেকি। মহিলাদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ডধারী এ মার্কিন তরুণী ইতিহাসের পঞ্চম দ্রুততম টাইমিং গড়ে জয় তুলে নেন। ২০১৫ সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপস সাঁতারের পর থেকে আর ১৫০০ মিটার ফ্রিস্টাইলে অংশগ্রহণ করেননি লিডেকি। সেবার তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন ১৫ মিনিট ২৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে। এরপর থেকে এ ইভেন্টে অংশ না নেয়ার কারণ মূলত এটি অলিম্পিকের কোন ইভেন্ট নয় বলেই। এবার সান্তা ক্লারায় অংশ নিলেন এবং ১৫ মিনিট ৩৫.৬৫ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম সেরা টাইমিং। আর সার্বিকভাবে ১৫০০ মিটারের ইতিহাসে ষষ্ঠ দ্রুততম টাইমিং। প্রায় ৪০ সেকেন্ড এগিয়ে থেকে তিনি প্রথম হন। জয়ের পর ২০ বছর বয়সী লিডেকি বলেন, ‘আমি চেয়েছিলাম ভালভাবে সাঁতরাতে। প্রথম ৫০ মিটারে আমি কিছুটা আক্রমণাত্মক ছিলাম। পরে আমি মোটামুটি ভাল একটি ছন্দ খুঁজে পেয়েছিলাম নিজের মধ্যে। সেই ধারাটা আমি শেষ ১০০ মিটার পর্যন্ত ধরে রাখতে পেরেছিলাম।’ চিলির ক্রিস্টেল কোবরিচ দ্বিতীয় হন ১৬ মিনিট ১২.৮৯ সেকেন্ড টাইমিং নিয়ে। নিজের পারফর্মেন্স নিয়ে লিডেকি আরও বলেন, ‘যেভাবে চেয়েছিলাম রেসের মাঝামাঝি আমি সেভাবে আমার পা দু’টিকে কাজে লাগাতে পারিনি।
×