ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটি দ্বিগুণ হচ্ছে

প্রকাশিত: ০৬:০৫, ১২ জুন ২০১৭

ঈদের ছুটি দ্বিগুণ হচ্ছে

বিশেষ প্রতিনিধি ॥ ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটি দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার। ঈদের ছুটি ৩ দিনের পরিবর্তে ৬ দিন করা হচ্ছে। পাশাপাশি প্রতি ঈদে নৈমিত্তিক ছুটি থেকে অতিরিক্ত ৩ দিন করে কেটে নেয়া হবে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি থেকে ৩ দিন করে দুই ঈদে মোট ৬ দিন কেটে নিয়ে ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার এটি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, ঈদের ছুটি তিনদিন থাকায় দূরে যাদের বাড়ি তারা যেতে পারেন না। বেশিরভাগ কর্মকর্তারা সঙ্গে আরও ৩/৪ দিনের ছুটি নিয়ে থাকেন। ফলে ঈদের পর কয়েকদিন অফিস অনেকটা ফাঁকাই থাকে। এসব বিষয় চিন্তা করে ২০ দিনের নৈমিত্তিক ছুটি থেকে ৩ দিন করে দুই ঈদে মোট ৬ দিন কেটে নিয়ে ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হবে। এতে করে সরকারী চাকরিজীবীরা পরিবার পরিজনের সঙ্গে শান্তিমতো ঈদের আনন্দ ভোগ করতে পারবেন। এ বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। যে কোন সময়ে এটি মন্ত্রিসভায় উত্থাপিত হতে পারে। জানা গেছে, সাধারণত ঈদের ছুটি তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে ২৫ বা ২৬ জুন বাংলাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে। এ জন্য ২৬ জুন ঈদ ধরে ২৫, ২৬ ও ২৭ জুন ঈদের ছুটি নির্ধারিত আছে। ঈদের আগে সরকারী চাকরিজীবীদের শেষ অফিস ২২ জুন বৃহস্পতিবার। ২৩ জুন শুক্রবার, একই সঙ্গে শব-ই-কদরের ছুটি, ২৪ জুন শনিবার সাপ্তাহিক ছুটি, ২৫ থেকে ২৭ জুন ঈদের ছুটি এবং মাঝে ২৮ ও ২৯ জুন ঘোষণা হতে পারে সরকারী ছুটি, ৩০ জুন শুক্রবার ও ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৯ দিন ছুটি কাটিয়ে ২ জুলাই থেকে যথারীতি অফিস কার্যক্রম শুরু হবে। ওদিকে কোরবানির ঈদে নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে আরও তিন দিন যুক্ত করা হচ্ছে। এখন থেকে টানা ছয় দিনের অবকাশ মিলছে সরকারী চাকুরেদের। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে গত দুই ঈদে এক দিন করে ছুটি বাড়িয়েছিলেন। এ জন্য সরকারী চাকরিজীবীদের অতিরিক্ত একদিন অফিস করতে হয়েছে।
×