ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফাইনালের খোঁজে বার্মিংহামে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৫, ১২ জুন ২০১৭

ফাইনালের খোঁজে বার্মিংহামে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এতটাই এখন সম্ভাবনা তৈরি হয়েছে, একটি ম্যাচ জিতলেই ফাইনালেও উঠে যাবে। সেই ফাইনালের খোঁজেই এখন বার্মিংহামে আছে মাশরাফিবাহিনী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ, এ ভাবনা খুব অল্পসংখ্যক লোকই হয়ত করেছেন। তাদের ভাবনার জয় হয়েছে। তাদের বিশ্বাসের জয় হয়েছে। যারা ভাবেননি বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। কিংবা ভাবেননি কঠিন গ্রুপে পড়েও বাংলাদেশ জিততে পারে। তারা এখন ভাবনার পরিধি অনেক বাড়িয়ে দিয়েছেন। তারা এখন ভাবছেন, যেহেতু বাংলাদেশ সেমিফাইনালে উঠে গেছে। তাহলে ফাইনালেও উঠে যেতে পারে। আর একটি ম্যাচই তো। যে ম্যাচটি বার্মিংহামের এজবাস্টনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটি জিতে গেলেই তো হলো। স্বপ্ন পূরণ হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগে স্বপ্ন ছিল, গ্রুপপর্বে যে কোন একটি দলকে হারাবে বাংলাদেশ। তাহলে টুর্নামেন্ট থেকে ভাল ফল মিলবে। ইংল্যান্ডের কাছে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় স্বপ্ন ছিল, সুযোগ মিললে সেমিফাইনালে খেলে ফেললে তো অসাধারণ অর্জন হবে। বৈশ্বিক কোন টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ যা করতে পারেনি, তা হবে। বিশ্বকে কাঁপিয়ে দেবে বাংলাদেশ। সেই স্বপ্নও পূরণ হয়েছে। নিউজিল্যান্ডকে হারানোর পর সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জেতায় সেই স্বপ্ন বাস্তব হয়ে যায়। এখন বাংলাদেশ বার্মিহামে আছে। সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য প্রস্তুত হবে। আজ থেকেই প্রস্তুতি শুরু করে দেবে। যে প্রস্তুতি নেয়ার পেছনে একটা লক্ষ্যই থাকবে, সুযোগ মিললেই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে যাওয়া। যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ফলে বাংলাদেশ ১ পয়েন্ট পেল, তখনই সবার মনে একটা ঝাঁকুনি দিয়েছে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও জিতল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো কোন টেস্ট খেলুড়ে দলকে হারাল। ইতিহাস গড়ল। ২০০৬ সালের পর এ টুর্নামেন্টে খেলতে নেমেই বাংলাদেশ দেখিয়ে দিল তারা কি করতে পারে। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সবসময়ই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড হচ্ছে শক্তিশালী দল। এ দুই দলকেই পেছনে ফেলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার একদিন না যেতেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনটি মিলে গেল। ক্রিকেটে বৈশ্বিক টুর্নামেন্ট বলতে হয় তিনটি। একটি ওয়ানডে বিশ্বকাপ, আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি ও তৃতীয়টা হচ্ছে টি২০ বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা দেখিয়েছে বাংলাদেশ। সেটি গত বিশ্বকাপেই। ইংল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। সেবারও বাংলাদেশের সামনে এমন পরিস্থিতি দাঁড় হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারও সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলে বাংলাদেশ। এবার আরও বড় অর্জন মিলে। এখন পর্যন্ত বৈশ্বিক কোন টুর্নামেন্টে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। তাই এই অর্জনকেই বড় করে দেখা হচ্ছে। তা দেখারও কথা। এখন যে আর একটি ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাওয়ারও সম্ভাবনা আছে। দুটি ম্যাচ জিতলে তো আবার চ্যাম্পিয়নই হয়ে যাবে বাংলাদেশ। এখন এমন একটা অবস্থা হয়েছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এমন বিশ্বাসী কথাও বলছে সবাই। সাহস যে বেড়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়া পরের বিষয়। সেমিফাইনাল যেহেতু দল খেলতে নামবে, জেতার জন্যই নামবে। আর জিতে গেলেই ফাইনালে উঠে যাবে। তারপর না চ্যাম্পিয়ন হওয়ার হিসেব। তাই আগে সেমিফাইনাল কিভাবে জেতা যায় সেই ভাবনাই সবার মধ্যে কাজ করছে। সেমিফাইনাল জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। সেই ফাইনালের খোঁজেই এখন বার্মিংহামে বাংলাদেশ।
×