ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিলারের বিশ্বাস ভিলিয়ার্স ভালভাবেই ফর্মে ফিরবেন

প্রকাশিত: ০৬:৫৭, ১০ জুন ২০১৭

মিলারের বিশ্বাস ভিলিয়ার্স ভালভাবেই ফর্মে ফিরবেন

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকবার বিপদের মুখে দাঁড়িয়ে গেছেন। দলের চরম সমস্যায় শক্ত হাতে হালই শুধু ধরেননি, পরিস্থিতিই পাল্টে দিয়েছেন বিধ্বংসী ব্যাটিং করে। কিন্তু সেই এবি ডি ভিলিয়ার্সকে কোনভাবেই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক তার স্বভাবজাত ছন্দে ফিরতে না পারার কারণেই আপাতত দল বেশ ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন চরমভাবে ভিলিয়ার্স। কিন্তু ডেভিড মিলার মনে করেন অচিরেই নিজেকে স্বরূপে ফিরে পাবেন ভিলিয়ার্স এবং দলকে দারুণ কিছু উপহার দেবেন। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে একেবারেই বিপর্যস্ত অবস্থা ছিল দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও পাকদের কাছে সে কারণে হারতে হয়েছে। বাজে ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে মাত্র ২১৯ রান করেছিল প্রোটিয়া শিবির। ভিলিয়ার্স হয়েছেন আবারও ব্যর্থ। প্রথম ম্যাচে ৪ এবং এ ম্যাচে শূন্য রানেই সাজঘরে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক। শুধু মিলার দারুণ ব্যাটিং করে ৭৫ রানের হার না মানা একটি ইনিংস খেলে দলকে আরও ঘোর বিপর্যয় থেকে বাঁচিয়েছেন। তবে মিলার মনে করেন অধিনায়ক ভিলিয়ার্স অচিরেই জ্বলে উঠবেন এবং সার্বিকভাবে যখন দলের খুব বেশি প্রয়োজন পড়বে তখনই দারুণ কিছু করে দেখাবেন। মিলার এ বিষয়ে বলেন, ‘যখন ভিলিয়ার্স পারফর্ম করেন না তখন সবকিছুই কঠিন হয়ে যায়। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, সুতরাং যখন তিনি পারফর্ম করেন তখন দারুণ কিছুই হয় এবং সেটা ৯৫ ভাগ সময়ই ঘটে থাকে।’ মাঝে দীর্ঘদিন ইনজুরি এবং নানাবিধ সমস্যায় ক্রিকেট থেকে দূরে সরে ছিলেন ভিলিয়ার্স। ফেরার পর আর যেন নিজেকে আগের মতো করে মেলে ধরতে পারছেন না। সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটি অর্ধশতক হাঁকাতে পেরেছেন। আর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) ব্যাট হাতে ছিলেন সুপার ফ্লপ। তার বিষয়ে মিলার আরও বলেন, ‘আমি তাকে ক্যারিয়ারে কোন রান না করেই সাজঘরে ফিরতে তেমন দেখিনি। কিন্তু দিনশেষে তিনিও একজন মানুষ এবং দলে প্রচুর ভাল ব্যাটসম্যান আছেন পারফর্ম করার জন্য। তাই ভিলিয়ার্স আপাতত বাজে সময়ের মধ্যে আছেন সেটা খুব বেশি সমস্যার কারণ হওয়ার কথা নয়।’ পাকদের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন ভিলিয়ার্স। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা নিয়ে আছে কিছুটা সংশয়। যদিও সেটাকে তেমন বড় ধরনের কিছু বলছে না প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। কিন্তু ফিটনেস টেস্ট দিয়ে উত্তীর্ণ হয়েই খেলার ছাড়পত্র পাবেন ভিলিয়ার্স। তার বিষয়ে মিলার বলেন, ‘গত আড়াই বছর ধরে আমরা অনেক ভাল করেছি। আর সেটা সব ব্যাটসম্যানরা ভাল করেছে বলেই সম্ভব হয়েছে। এবি এখন দুর্ভাগ্যজনকভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। কিন্তু রবিবার অবশ্যই নিজেকে মেলে ধরবেন।’ উল্লেখ্য, ভারতকে হারিয়ে দিতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে পারবে প্রোটিয়ারা। হারলেই বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গোও দারুণ কিছু আশা করছেন ভিলিয়ার্সের কাছ থেকে। এ বিষয়ে তিনি বলেন, ‘এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে আমার কোন ধরনের শঙ্কা নেই। রবিবার তার কাছ থেকে খুব ভাল পারফর্মেন্স প্রত্যাশা করছি। যখন দলের খুব প্রয়োজন হয় তখনই তিনি নিজেকে মেলে ধরেনÑ ভিলিয়ার্স সে ধরনেরই খেলোয়াড়। রবিবার তিনি সেটা করে দেখাবেন।’
×