ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কন্টের পরিকল্পনাতে নেই কস্তা

প্রকাশিত: ০৬:৫৭, ১০ জুন ২০১৭

কন্টের পরিকল্পনাতে নেই কস্তা

স্পোর্টস রিপোর্টার ॥ চেলসির কোচ হিসেবে যোগদানের প্রথম মৌসুমেই বাজিমাত করেন এ্যান্তনিও কন্টে। দলকে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা উপহার দেন তিনি। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্লুজদের স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তাও। ২২ গোল করে নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। কিন্তু নতুন মৌসুমে কোচ এ্যান্তনিও কন্টের পরিকল্পনাতেই নাকি নেই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই তারকা ফুটবলার। হ্যাঁ, কন্টে নিজের মুখেই জানিয়েছেন তা। এর ফলে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ারও পরিকল্পনা করছেন সাবেক এ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার। আন্তর্জাতিক প্রীতিম্যাচে বুধবার কলম্বিয়ার মুখোমুখি হয় স্পেন। যে ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে লা রোজারা। সেই ম্যাচের শেষেই স্পেনের এই স্ট্রাইকার বলেন, ‘আমি চেলসির খেলোয়াড় কিন্তু তারা আর এখানে আমাকে চায় না। এ্যান্তনিও কন্তে আমাকে এক বার্তার মাধ্যমে জানিয়েছেন যে, আমি নাকি চেলসিকে অনুসরণ করি না। তাই পরের মৌসুমের জন্য তার পরিকল্পনাতে রাখছেন না আমাকে। এটাই চূড়ান্ত। আর কোচ যদি না চান তাহলে আমাকে অবশ্যই ক্লাব ছাড়তে হবে।’ ২০১৪ সালে স্পেনের জায়ান্ট ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেন কস্তা। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। অসাধারণ পারফরর্মেন্স উপহার দিয়ে ব্লুজদের প্রথম একাদশের নিয়মিত সদস্য হয়ে যান তিনি। কিন্তু কন্টের সঙ্গে যেন নিজেকে মানিয়ে নিতে পারছেন না ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার। সে কারণেই গত মাসে কস্তা তার সাবেক ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদে ফেরার কথা জানান। যে ক্লাবটিতে চার মৌসুম কাটিয়েছিলেন তিনি। তবে নিষেধাজ্ঞার কারণে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর আগে কোন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে না এ্যাটলেটিকো মাদ্রিদ।
×