ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়া পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত হচ্ছে

প্রকাশিত: ০৬:৩৯, ১০ জুন ২০১৭

কলাপাড়া পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত হচ্ছে

মেজবাহউদ্দিন মাননু, নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দর ঘেঁষা প্রথম শ্রেণীর পৌরসভা কলাপাড়ার গুরুত্ব এখন অনেক বেশি। পৌরসভাকে ঘিরে চলছে নানামুখী উন্নয়ন কর্মকা-। ইতোপূর্বে পানির সরবরাহে একটি পাম্প হাউসসহ ওভারহেড ট্যাঙ্কি নির্মাণ করেন সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। যা দিয়ে দৈনিক ১৫ লাখ লিটার পানি সরবরাহ সম্ভব। কিন্তু পৌর নাগরিকদের চাহিদার অপ্রতুল থাকায় বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার আরও একটি ওভার হেড ট্যাঙ্কি নির্মাণ করছেন। পৌরশহরের নির্মাণাধীন নতুন বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত হচ্ছে পাম্প হাউসটি। ইতোমধ্যে ট্যাঙ্কের পাইল নির্মাণ শেষের পথে। ওভার হেড ট্যাঙ্ক ছাড়াও একটি পাম্প হাউস নির্মাণ হচ্ছে। একটি প্রডাকশন টিউবওয়েল নির্মাণ কাজ চলছে। সকল নাগরিকদের সুপেয় পানির সরবরাহের লক্ষ্যে ২৮ দশমিক ৬০ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ প্রায় শেষের পথে। পৌরসভায় সিটিইআইপি প্রকল্পের আওতায় পানি সরবরাহের এসব প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ রয়েছে ১২ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা। নির্বাহী প্রকৌশলী মিজানুজ্জামান জানান, ইতোমধ্যে এসব কাজের ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা। তবে আগেই সম্পন্ন হবে বলে তার দাবি। আর এর ফলে সমগ্র পৌরবাসী নিরবচ্ছিন্নভাবে পানির সরবরাহ পাবেন। মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, পৌরসভার প্রস্তাবিত বর্ধিত নাচনাপাড়া এলাকার মানুষকেও নিরাপদ পানির সরবরাহ দেয়ার মতো সক্ষমতা তৈরি হবে এই পাম্প হাউসটি নির্মাণের ফলে। আর গোটা পৌরবাসী তো পাবেন নিরাপদ পানির সরবরাহ।
×