ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দামও বেড়েছে দ্বিগুণ, কোন কোন প্রতিষ্ঠান অতিরিক্ত ফ্লাইট চালাবে

অভ্যন্তরীণ সাত রুটে এয়ারলাইন্সের ঈদের টিকেট শেষ

প্রকাশিত: ০৬:১৫, ১০ জুন ২০১৭

অভ্যন্তরীণ সাত রুটে এয়ারলাইন্সের ঈদের টিকেট শেষ

আজাদ সুলায়মান ॥ পরিবহন জগতে অন্যদের তুলনায় এয়ারলাইন্সগুলোর ব্যবসা বেশ চাঙ্গা। বাস, ট্রেন ও লঞ্চের টিকেট বিক্রি যেখানে শুরুই হয়নি সেখানে শেষ হয়ে গেছে এয়ারলাইন্সের ঈদ টিকেট। এখন আপনি কিনতে যাবেন ঈদের টিকেট, পাবেন না। এমন তথ্যই জানিয়েছে বিমান, ইউএস বাংলা,নভো ও রিজেন্ট এয়ারলাইন্স। ঘরমুখো যাত্রীদের জন্য বাস, ট্রেনের টিকেট বিক্রি শুরু না হতেই শেষ হয়ে গেছে তাদের টিকেট। ইতোমধ্যে যারাই কিনেছেন তারা পরিশোধ করেছেন বেশ চড়া দাম। নিয়মিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীকে। ২৭ শ’ টাকার টিকেট কিনতে হচ্ছে সাড়ে ৭ হাজার টাকায়। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি এয়ারলাইন্স ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে অতিরিক্ত ফ্লাইটেরও ব্যবস্থা করেছে। তারপরও চাহিদার শেষ নেই। টিকেট নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। বর্তমানে সাতটি অভ্যন্তরীণ রুটে চারটে এয়ারলাইন্স যাত্রী পরিবহন করে। রুটগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল। এসব রুটে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স ও রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট। জানা গেছে, সব এয়ারলাইন্সের ঈদের টিকেট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে। ঈদের আগে ঢাকা থেকে ছয়টি রুটে এবং ঈদের পর ৬ রুট থেকে ঢাকামুখী টিকেটের চাহিদা বাড়ায় অতিরিক্ত ফ্লাইটেরও ব্যবস্থা করেছে কোন কোন এয়ারলাইন্স। বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে এসব এয়ারলাইন্স। ঈদ উপলক্ষে বিমানের ঢাকা-সৈয়দপুর রুটে ৭ হাজার ২০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে যাত্রীকে। যদিও এই রুটের নিয়মিত ভাড়া ২ হাজার ৭০০ টাকা। ২২ থেকে ২৫ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাত রুটে ২৫ ফ্লাইট পরিচালনা করবে। ইতোমধ্যে এসব রুটের ৯৪ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানান পরিচালক মার্কেটিং আলী আহসান বাবু। তিনি বলেন, ঈদ যাত্রীদের চাহিদা বিবেচনা করে ২২ ও ২৪ জুন ঢাকা থেকে যশোরে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ২৩ জুন ঢাকা থেকে সৈয়দপুর রুটে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। অন্যান্য রুটেও বাড়ানো হতে পারে অতিরিক্ত ফ্লাইট। ঈদে উপলক্ষে ৯৫ শতাংশ টিকেট বিক্রি হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। যাত্রীর চাহিদা বিবেচনায় নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে। এয়ারলাইন্সটির ডিজিএম কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঈদ উপলক্ষে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করবে। এ ছাড়া ঈদের পর কর্মক্ষেত্রে যোগদানের জন্য যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় আসার জন্য অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ঈদ পূর্ববর্তী ঢাকা থেকে যশোরে ১০, সৈয়দপুরে ৪, বরিশালে ২, রাজশাহীতে ১৪ এবং ঈদ পরবর্তী ইউএস-বাংলা এয়ারলাইন্সের যশোর থেকে ৩টি, সৈয়দপুর থেকে ১ এবং রাজশাহী থেকে ৪ ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। একই অবস্থা নভোএয়ারেরও। প্রায় ৯৩ শতাংশ টিকেট বিক্রি হয়েছে নভোএয়ারের। এছাড়া অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে প্রাইভেট বিমান সংস্থাটি। যাত্রী চাহিদার প্রেক্ষিতে যশোর ও সৈয়দপুর রুটে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। কক্সবাজার রুটে ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। এ সম্পর্কে বিমানের পরিচালক আলী আহসান বাবু জানান, মনে হচ্ছে ঈদে এয়ারলাইন্সগুলো বাম্পার ব্যবসা করছে। ঠিক তেমনটি নয়। এসব ফ্লাইট কিন্তু একমুখী ভাল যাচ্ছে। সব ফ্লাইটই ফিরে যাত্রীশূন্য। যদিও ঈদ শেষে ঢাকামুখী যাত্রীর চাপ থাকায় ঢাকা থেকেও প্রায় খালিই যাবে ফ্লাইটগুলো। এসব বিবেচনায় কোন কোন এয়ারলাইন্স দিচ্ছে বিশেষ অফার। কারণ রমজানে এমনিতেই মানুষের চলাচল কম। শুধু ঈদের আগে-পরে এক সপ্তাহ বেশ চাহিদা থাকে। এজন্যই বিমান ১৮ জুন পর্যন্ত বিশেষ অফার ঘোষণা করছে। যেমন এই সময়ে ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল এবং ঢাকা-সিলেট রুটে সর্বনি¤œ ২০০০ টাকা (প্রদেয় সকল করসহ), ঢাকা-কক্সবাজার রুটে ৩৫০০ টাকা, ঢাকা-চট্টগ্রাম রুটে ২৫০০ টাকায় টিকেট পাওয়া যাবে। রিটার্ন যাতায়াতের জন্য সকল রুটের ভাড়া দ্বিগুণ হবে। এছাড়াও বিজনেস ক্লাসে বিশেষ অফারের আওতায় ঢাকা-চট্টগ্রাম ৫৫০০ টাকা, ঢাকা-সিলেট ৫০০০ টাকা এবং ঢাকা-কক্সবাজার ৮০০০টাকায় টিকেট পাওয়া যাবে। বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট এবং বিমান ওয়েবসাইট থেকে টিকেট কেনা যাবে। একইভাবে ঈদে দুটি রুটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে নভোএয়ার। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নীলাদ্রি মহারত্ম জানিয়েছেন, ঈদের আগে ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত যশোর ও সৈয়দপুর থেকে ঢাকা রুটে ভ্রমণ ভাড়া বছরের সঙ্গে মিলিয়ে মাত্র ২০১৭ টাকা নির্ধারণ করেছে নভোএয়ার। একইভাবে ঈদের পর ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর রুটে সর্বনিম্ন ভাড়া ২০১৭ টাকা নির্ধারণ করেছে এয়ারলাইন্সটি। এসব অফার সম্পর্কে রিজেন্ট্ এয়ারওয়েজের উপদেষ্টা আশীষ রায় চৌধুরী বলেছেন, সারা বছর এমনিতে মন্দা থাকে। দুটো ঈদেই সুযোগটা কাজে লাগায় এয়ারলাইন্সগুলো। স্বভাবতই রমজানের শেষের দিকে বিশেষ করে ঈদের এক সপ্তাহ আগে-পরে এয়ারলাইন্সগুলো নানা অফার ছাড়ে। কিন্তু রিজেন্ট আগের মতোই সব সময়ই একই হারে টিকেটের দাম নিচ্ছে। এখানে তেমন তারতম্য নেই। এটাই যাত্রীদের বাড়তি সুবিধা। তবে যাত্রীদের চাপ সামলাতে ঈদে ৮৪ সিটের ড্যাশ উড়োহাজাজের পরিবর্তে ১৫০ জনের বেশি যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বোয়িং উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করার একটা প্ল্যান আছে।
×