ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-শ্রীলঙ্কা লড়াই আজ

প্রকাশিত: ০৪:৩৩, ৮ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-শ্রীলঙ্কা লড়াই আজ

শাকিল আহমেদ মিরাজ ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আজ। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বি-গ্রুপের শীর্ষে বিরাট কোহলির ভারত। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নরা এবারও আসরের অন্যতম হট-ফেবারিট। অন্যদিকে নিজেদের ‘আন্ডারডগ’ মেনে নিয়ে টুর্নামেন্ট শুরু করা লঙ্কানদের অবস্থা খুবই নাজুক। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি ৯৬-এর বিশ্বচ্যাম্পিয়নরা। সেøা-ওভার রেটের কারণে নিষিদ্ধ হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ও ব্যাটিংয়ের অন্যতম ভরসা উপুল থারাঙ্গা। আজ তাই খেলতে পারবেন না তিনি। তবে ইনজুরি থেকে সেরে উঠে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে এটাই হতে পারে লঙ্কানদের বড় অনুপ্রেরণা। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। এবারও শিরোপার অন্যতম দাবিদার তারা। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পথে কোহলিরা সামর্থ্যরে জানান দিয়েছেন। এজবাস্টনে বহুল আলোচিত ম্যাচে ৪৮ ওভারে ৩ উইকেটে ৩১৯ রানের পাহাড়সম স্কোর গড়ে ভারত। দুরন্ত ব্যাটিংশৈলী উপহার দেন রোহিত শর্মা (১১৯ বলে ৯১), শিখর ধাওয়ান (৬৫ বলে ৬৮), বিরাট কোহলি (৬৮ বলে ৮১*), যুবরাজ সিং (৩২ বলে ৫৩) ও হারদিক পা-িয়া (৬ বলে ২০*)। চার বার বৃষ্টির বাগড়ার পর জয়ের জন্য পাকিস্তানের সামনে ৪১ ওভারে ২৮৯ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। কিন্তু ব্যাটিং ভরাডুবির মুখে ৩৩.৪ ওভারে সরফরাজের দল অলআউট মাত্র ১৬৪ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের জয় ১২৪ রানের বড় ব্যবধানে। দুর্দান্ত বোলিংয়ের পথে উমেশ যাদব ৩, হারদিক পা-িয়া ২ ও রবীন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট। অধিনায়ক কোহলি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে অমন জয় অধিনায়ক হিসেবে আমাকে রোমাঞ্চিত করেছে। সবাই দারুণ পারফর্ম করে যে যার দায়িত্ব পালন করেছে। সিনিয়ররা যেমন দায়িত্ব নিয়ে খেলছে, জুনিয়ররাও নিজেদের প্রমাণ করতে মরিয়া। তবে এই রকম বড় টুর্নামেন্টে প্রতিটি দলই চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।’ অন্যদিকে দুই গ্রেট মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার বিদায়ের পর থেকে ধুঁকতে থাকা লঙ্কানদের শুরুটা ভাল হয়নি। প্রবল প্রতিপক্ষ প্রোটিয়াদের কাছে হার ৯৬ রানের বড় ব্যবধানে। ওভালে দক্ষিণ আফ্রিকার ২৯৯ রানের জবাবে ২০৩ রানে অলআউট হয় উপুল থারাঙ্গার দল। সেদিন সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন তিনিই। সেøা-ওভার রেটের কারণে পাওয়া নিষেধাজ্ঞায় আজ ইনফর্ম এই ব্যাটসম্যানকে মিস করবেন ম্যাথুজ। নিয়মিত লঙ্কান অধিনায়ক বলেন, ‘ইনজুরি এখন অনেক ভাল পর্যায়ে। আমি সম্ভবত আগের ম্যাচটাও খেলতে পারতাম, কিন্তু এখানে একটা ঝুঁকির সুযোগ ছিল। তাই ম্যানেজমেন্ট ও নির্বাচকরা ?আমাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন আমি পুরোপুরি ফিট। হয়ত বোলিং করবো না, তবে একজন ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য মানসিকভাবে তৈরি।’ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন অলরাউন্ডার ম্যাথুস। ওই ম্যাচটিতে ৯৫ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। যদিও দলের অন্যতম সেরা ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নেয়নি বলেই তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটিতে খেলানো হয়নি। থারাঙ্গার অনুপস্থিতিতে অধিনায়কের সঙ্গে ব্যাটিংয়ের হাল ধরতে হবে দিনেশ চান্দিমাল আর কুশল মেন্ডিসকে। পেস বোলিংয়ে অভিজ্ঞ লাসিথ মালিঙ্গার ওপর অনেক কিছু নির্ভর করবে।
×