ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৪, ৭ জুন ২০১৭

টুকরো খবর

রূপগঞ্জে বৃষ্টিতে অস্ত্র উদ্ধার তৎপরতা বিঘিœত নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃষ্টির কারণে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তৎপরতা বিঘিœত হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাব্বি মিয়া। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্বাচল উপশহর প্রকল্পের ৫নং ক্যানেল এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, পুলিশ বিভাগের পক্ষ থেকে রাজউকের এই ক্যানেলটি থেকে সেচের মাধ্যমে আরও অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে আরও ১০টি সেচ যন্ত্র লাগিয়ে দ্রুত সেচ কাজ শেষ করে এখানকার অস্ত্র উদ্ধার কাজ সমাপ্ত করা যাবে । এ অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রসঙ্গত বৃহস্পতিবার গভীর রাত থেকে রূপগঞ্জের পূর্বাচলে ৫নং সেক্টর ও পূর্বাচলের ব্লু সিটি হাউজিং এলাকাতে। চবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের বৃহস্পতিবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। হলগুলোর অবকাঠামোগত সংস্কারের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের একই সময়ের মধ্যে নিজ নিজ জিনিসপত্রসহ হলো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। এসব বিষয়ে প্রশাসনের অবস্থান পরিষ্কার করেছেন চবি উপাচার্য ও প্রক্টর। মঙ্গলবার চবি উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) এর কার্যনির্বাহী কমিটি-২০১৭ এর নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে এ বিষয়ে কথা বলেন তারা। চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলোতে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। হলের বর্ধিতাংশগুলোতে চালে টিন ফুটো হয়ে গেছে, সেখান দিয়ে বৃষ্টির পানি পরে। শিক্ষার্থীরা তবুও কষ্ট করে সেখানে থাকছে। তাই আমরা এসব সংস্কারের উদ্যোগ নিয়েছি।’ কোচিংয়ে না যাওয়ায় ছাত্রকে নির্যাতন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে নৃশংস নির্যাতন করেছে তিন শিক্ষক। কোচিংয়ের সময় ঘুমিয়ে থাকায় নির্যাতন চালানো হয় শিক্ষার্থীটির ওপর। তার বুক, পিঠ, তলপেট, মাথা ও ঊরুতে বেত্রাঘাত করে সারা শরীর জারজার করে ফেলেছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পিপলস স্ট্যান্ডার্ড স্কুল কাউতলীতে এ ঘটনা ঘটে। জানা যায়, এই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র মোঃ নাজমুল হক সেহরির পর ঘুমিয়ে পড়ে। স্কুলটির ছাত্র নিবাসে থেকে পড়াশোনা করত। কোচিংয়ে যেতে না পাড়ায় বিদ্যালয়ের হোস্টেল সুপার মাহফুজ ও শিক্ষক নুরুল হক, ভাইস প্রিন্সিপাল রওশন আরা(৩০) কিশোর নাজমুলকে ধরে বেধম প্রহার করে। এতে তার পিঠ, মাথা, তলপেট রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে অন্য ছাত্ররা এগিয়ে এলে তাদের ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়া হয়। পরে দীর্ঘক্ষণ সে অজ্ঞান হয়ে পড়ে থাকে। খবর পেয়ে স্বজনরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। হাতুড়ে ডাক্তারের কা-! স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় কেটে ফেলতে হচ্ছে এক শিশুর হাত। ভাল হয়ে যাবে বলে আশ্বাস দেয়ায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যায়নি অভিভাবক। ১০ দিন পর হাসপাতালে এনে দেখা গেছে, হয়ত উন্নত চিকিৎসা নিতে বিপুল টাকা খরচ করতে হবে, নতুবা হাত কেটে ফেলতে হবে। আহত শিশুর পিতা তৈয়ব কবির বলেন, গত ২৭ মে খেলতে গিয়ে ৩ ফুট উঁচু দেয়াল থেকে পড়ে আমার ছেলের হাত মচকে যায়। স্থানীয় কয়েকজনের পরামর্শে জাগির ঘোনা পশ্চিম জাগিরা ঘোনার মৃত মোছন আলীর পুত্র শরীফের (হাঁড় ভাঙ্গার ডাক্তার নামে এলাকায় পরিচিত) কাছে যাই। ছেলের হাতে একটি ব্যান্ডেজ দেন। এক্স-রে করাতে চাইলেও প্রয়োজন নাইÑ সহসাই ভাল হয়ে যাবে বলে জানান। পরিশেষে ছেলের হাতের অবস্থা খারাপ হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করি। অর্থোপেডিক বিভাগের ডাক্তাররা একদিন চিকিৎসা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে চিকিৎসারত আবদুল্লাহ আল নোমান সাইদের পিতা জানান, ছেলের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন, ছেলেকে বাঁচাতে উন্নত চিকিৎসা দিতে হবে। নয়ত হাত কাটা ছাড়া কোন উপায় থাকবে না। ভুল চিকিৎসার কারণে এমন হয়েছে বলে চিকিৎসক তাদের জানিয়েছেন। মা এন্টারপ্রাইজ কারখানা সিল সংবাদদাতা, মেহেরপুর, ৬ জুন ১৭ ॥ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে অবস্থিত মা এন্টারপ্রাইজের কারখানা সিল করে দিয়েছে প্রশাসন। ভেজাল সেমাই, সরিষা তেল ও মসলা উৎপাদনের অপরাধে মা এন্টারপ্রাইজের মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রামানন্দ পাল এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদনের নাম ভাঙিয়ে মা এন্টার প্রাইজের কারখানায় সেমাই, সরিষা তেল, হদুলসহ বিভিন্ন প্রকার মসলা উৎপাদন করে আসছিল। বিএসটিআই লোগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছে মা এন্টারপ্রাইজের মালিক। এগুলো মানসম্মতও নয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এসব অপরাধ পরিলক্ষিত হলে কারখানা মালিকসহ তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ করে সিল করে দেয়া হয়। অস্ত্রসহ ছয় ডাকাত আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুবদিয়া সাগর থেকে দুটি দেশীয় তৈরি বন্দুকসহ ছয় জলডাকাতকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। সোমবার রাত ১১টায় তাদের আটক করে। আটক জলদস্যুরা হচ্ছেÑ নোয়াখালী এলাকার বাসিন্দা বশির উদ্দীনের পুত্র জসিম উদ্দিন, মোঃ জামাল উদ্দীনের পুত্র জহিরুল ইসলাম, শফি আলমের পুত্র তামজিদ, মোঃ আবুল হাসেমের পুত্র গিয়াস উদ্দিন, চট্টগ্রামের লাতু মিয়ার পুত্র শাহাবুদ্দিন ও আমির হোসেনের পুত্র ইউনুস। এ সময় তাদের বহনকারী একটি বোটও জব্দ করা হয়। ইবিতে ছাত্র বহিষ্কার, কর্মচারী বরখাস্ত ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পৃথক ঘটনায় এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার এবং এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। জানা যায়, গত বছরের ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা এক বাসের ড্রাইভারকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র সৈয়দ কমরুজ্জামান তরঙ্গ। মঙ্গলবার কমিটির প্রতিবেদন অনুযায়ী ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এদিকে ৪ জুন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিচ্ছন্ন কর্মী হাফিজুর রহমানকে টাকা আত্মসাতের দায়ে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় ইবি কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করেন। তিথি হত্যার বিচার দাবিতে উত্তাল লালমোহন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৬ জুন ॥ মাহমুদা মেহের তিথি হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমোহন উপজেলা। দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি তার স্বামী মেহেদি হাসান রুবেলকে পুলিশ গ্রেফতার না করায় দুইদিন ধরে এলাকাবাসী মানববন্ধন বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চৌরাস্তার মোড়ে মিডিয়া ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ রোদসী কৃষ্টি সংসার, সুইড বাংলাদেশ, অঙ্গীকার নাট্যমী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রির্পোটাস ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তাব্য রাখেনÑ জেলা পরিষদের সদস্য মাকসুদ হাওলাদার, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মিডিয়া ক্লাবের সভাপতি রিপন শান, শিক্ষক সমিতির সভাপতি নেতা মালেক ফরাজি, ইব্রাহিম হাওলাদার, নিহত তিথির বাবা কামাল হোসেন প্রমুখ। ১ জুন রাতে যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করে মাহমুদা মেহের তিথিকে হত্যা করা হয়। এ ঘটনায় তিথির মামা বাদী হয়ে তিথির স্বামী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রুবেলসহ আটজনের বিরুদ্ধে লালমোহন থানায় হত্যা মামলা করেন। ইপিজেডে বেতন দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী ইপিজেডের বন্ধ থাকা এএ্যান্ডএ ট্রাভেলিং বিডি লিমিটেডের শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতন দাবিতে মঙ্গলবার সকালে ইপিজেড গেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশে বক্তারা বলেন, ছয় মাস ধরে বেতন দাবি করলেও নানা অজুহাত দেখিয়ে বেতন দেয়া হচ্ছে না। শ্রমিকরা বেতন দাবি করলে বেপজার ডেপুটি ম্যানেজার তারেক ও কাউন্সিলর সরওয়ার শ্রমিকদের মাথা ছেঁটে দেয়াসহ পুলিশ দিয়ে নির্যাতন করার হুমকি দিয়েছে। এতে একদিকে শ্রমিকদের আর্থিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে ইপিজেডও ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগের বিষয়ে কাউন্সিলর খসরু সরওয়ার ও তারেক হোসেইন জানান, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য ফ্যাক্টরি মালিকের সঙ্গে সব রকম যোগাযোগ করার চেষ্টা করেছি। ডিসেম্বর-১৬ থেকে মে-১৭ পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন পাওনা হয়েছে এক কোটি ৭৫ কোটি টাকা। বেপজা কর্তৃপক্ষেরও পাওনা হয়েছে ৬৫ হাজার ডলার। ইপিজেডের ব্যবস্থাপক শাহ আলম বলেন, কোম্পানির এমডি মিঃ কোক জিনছোসহ মালিক পক্ষ সাড়া না দেয়ায় সিদ্ধান্ত হয়েছে নিয়ম মাফিক এএ্যান্ডএ ট্রাভেলিং বিডি লিমিটেডের ফ্যাক্টরি অকশনে বিক্রি করা হবে। ফ্যাক্টরির প্রায় ৪ কোটি টাকার জাতীয় সম্পদ বিক্রির টাকা দিয়ে শ্রমিকদের ও বেপজার পাওনা পরিশোধ করা হবে। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে এলজিইডি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ জুন ॥ সরকারের রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। রাস্তাঘাট, সেতু, গ্রামীণ যোগাযোগ, বিদ্যুত উৎপাদন, শিল্প সহায়ক অবকাঠামো নির্মাণসহ সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে এলজিইডি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রায় ৩০১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে নাটোর জেলার ৭টি উপজেলায় রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণসহ সরকারের নানা ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে স্থানীয় প্রকৌশল অধিদফতর। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৮৩০.৪৮ কিলোমিটার পাকা রাস্তা ও ১০৩৩ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছে অধিদফতরটি। এছাড়া বড়াইগ্রাম ও সিংড়ায় ১টি করে উপজেলা পরিষদ ভবন নির্মাণ করা হয়েছে এবং লালপুর উপজেলায় ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। অন্যদিকে নাটোর সদর, গুরুদাসপুর, লালপুর ও বড়াইগ্রামে একটি করে এবং সিংড়ায় ২টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া বড়াইগ্রাম, লালপুর, সিংড়া ও বাগাতিপাড়ায় উপজেলায় ৪টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। শুধু পল্লী সড়কই গ্রামীণ জীবন ও জীবিকার উন্নয়নে এলজিইডি নিয়েছে নানা উদ্যোগ। সরকারের উন্নয়নমূলক এজেন্ডাকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে ১২টি হাটবাজারের ব্যবস্থা করেছে অধিদফতরটি। ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য তৈরি করা হয়েছে ২৩টি বাসস্থান। অস্ত্রসহ ৩ শিবির নেতা আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার একটি বাড়ি থেকে সোমবার রাতে যশোর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৩ ছাত্রশিবির নেতাকে অস্ত্র, গুলি ও ১৫টি হাতবোমা ও চাঁদা আদায়ের রসিদসহ আটক করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বেনাপোল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের একটি গোপন বৈঠক চলছে এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা থানার নবগ্রামের কুদ্দুছের ছেলে রুহুল আমিন, ঝিকরগাছা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ও একই থানার আনছার আলীর ছেলে তরিকুল ইসলাম এবং বেনাপোল পৌর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ও বেনাপোল পোর্ট থানার অগ্রভুলোট গ্রামের মহিউদ্দিনের ছেলে আবুল কাশেমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১৫টি বোমা ও চাঁদা আদায়ের ৪৫টি রশিদ বই উদ্ধার করা হয়। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ জুন ॥ জেলার হাওড়ে ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার এক হাজার কৃষকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন এরশাদউদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে করিমগঞ্জের সুতারপাড়া বালিখলা বাজারে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ এরশাদ উদ্দিন ক্ষতিগ্রস্ত ৪ শ’ কৃষকের প্রত্যেককে ১৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল এবং এক কেজি করে তেল বিতরণ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত আয়লাসহ পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় আরও ৬ শ’ পরিবারের মাঝে একই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। চসিকের উচ্ছেদ অভিযানে বাধা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর অলংকার মোড় এলাকায় সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত একটি স্লাব উচ্ছেদ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় একটি গ্রুপ আদালতের ওপর হামলে পড়ে এবং তারা সিটি কর্পোরেশনের একটি স্টেয়ার লোডার গাড়ি ভাংচুর করে। এ সময় তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ওপর চড়াও হয়। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। জানা যায়, মঙ্গলবার দুপুরে অলংকার মোড় এলাকায় অভিযান চালাতে যায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিতা শরমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদকে সামনে রেখে জনচলাচল নির্বিঘœ করতে এবং যান চলাচলে বাধা দূর করার লক্ষ্যে চসিক এ অভযান চালায়। কিন্তু ওই এলাকার হকারদের একটি গ্রুপ তাতে বাধা প্রদান করে। তারা অতর্কিতে হামলে পড়ে। বিশেষ করে তাদের টার্গেট ছিল স্থানীয় কাউন্সিলর এবং চসিকের কর্মকর্তা-কর্মচারীরা। মাগুরায় সংঘর্ষে আহত ২২ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৬ জুন ॥ মঙ্গলবার দুপুরে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুদলের মধ্যে সংঘর্ষে ২২ জন আহত হয়েছে। আহতদের মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই সময় ৮/১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। জানা গেছে, জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিন্টু মিয়া ও আকরাম হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৬ জুন ॥ সালিশে ৩০ হাজার টাকার রায় না মানায় ব্যবসায়ী নুর আলমকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য দু’সালিশদারের বিরুদ্ধে। সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ব্যবসায়ীকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে চিকিৎসা করান। ব্যবসায়ী নুর আলম বশিকপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে ও ব্যবসায়ী। জানা গেছে, গত ২০ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী নুর আলমের মেয়ে নাছরিনের সঙ্গে একই এলাকার আবুল হোসেনের মেয়ে মর্জিনা বেগমের কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত নাছরিন আক্তার হলেও দায় সারাতে প্রতিপক্ষ মর্জিনা বেগম ব্যবসায়ী নুর আলমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন তাকে মারধর ও অসামাজিক কাজ করা হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম লাভলু ও সদস্য আবুল কালাম ধোপা বাড়িতে সালিশের আয়োজন করেন। বিএনপি নেতার পায়ের রগ কর্তন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ জুন ॥ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আলী প্রামাণিককে এলোপাতাড়ি কুপিয়ে বাম পায়ের রগ কেটে দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরহোসেনপুর গ্রামের রাস্তার মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহত এই বিএনপি নেতাকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আলী প্রামাণিক উপজেলার জয়দেব সরকার ডাঙ্গী গ্রামের মৃত হাবিব প্রামাণিকের ছেলে। আহতের পরিবার অভিযোগ করেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই বিএনপি নেতার চাচা শাহআলম প্রামাণিক ও তার স্ত্রী মেরি আক্তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ভাতিজার পায়ের রগ কর্তন করেছে।
×