ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে নিরাপত্তা আরও জোরদারে ইইউ প্রতিনিধি দলের তাগিদ

প্রকাশিত: ০৮:৩৮, ৬ জুন ২০১৭

শাহজালালে নিরাপত্তা আরও জোরদারে ইইউ প্রতিনিধি দলের তাগিদ

স্টাফ রিপোর্টার॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য আবারও তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। রবিবার সকালে দুই সদস্যের ওই দল সিভিল এ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীর সঙ্গে দেখা করেন। সিভিল এ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক ঘণ্টার ওই বৈঠকে ইউই সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তাদেরকে রেডলাইনের গাইডলাইন অনুসারে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বেশ উন্নতি হওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে গত এক বছরে কার্গো ভবন, চেকইন কাউন্টার ও অন্যান্য বিভাগে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সংযোজন করাসহ বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে অবহিত করা হয়। বৈঠক সূত্রে জানা যায়, প্রতিনিধিদল সার্বিক পরিস্থিতি আরও উন্নতি করার পরামর্শ দিলে তাদের কাছে জানতে চাওয়া হয় সুনির্দিষ্টভাবে আর কোন ক্ষেত্রে নিরাপত্তা ঘাটতি রয়েছে কিনা। তখন তারা কোন সদুত্তর দিতে পারেনি। বৈঠকে উপস্থিত এয়ারপোর্ট আর্মড পুিলশের অধিনায়ক রাশেদুল ইসলাম খান জনকণ্ঠকে অবহিত করেন শাহজালাল বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের যে কোন দেশের চেয়ে অনেক ভাল। তারপরও বিমানবন্দরের কোন পয়েন্টে কি ধরনের নিরাপত্তা ঘাটতি রয়েছে কিংবা কোথায় কি করতে হবে সেটা সুনির্দিষ্ট করে বলতে হবে। উত্তরে তারা সুনির্দিষ্ট কিছুই বলতে পারেনি। তবে তারা আইকাও-এর সুপারিশ অনুযায়ী রিভিউ কমিশনটা করিয়ে নেয়ার ওপর জোর গুরুত্ব দেন। এ সময় তাদের আশ্বস্ত করা হয় আগামী দুই মাসের মধ্যেই এক্সপ্লোসিভ ডিটেকটিভ মেশিন বসানো হবে এয়ারপোর্টে।
×