ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবাইকে ছাড়িয়ে সি আর সেভেন

প্রকাশিত: ০৫:২৪, ৫ জুন ২০১৭

সবাইকে ছাড়িয়ে সি আর সেভেন

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন করে প্রমাণ করার কিছু নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যা করে চলেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। বিশেষ করে এবারের চ্যাম্পিয়ন্স লীগে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শনিবার রাতে রিয়ালকে শিরোপা জেতাতে রেখেছেন সবচেয়ে অগ্রণী ভূমিকা। করেছেন জোড়া গোল। এর মধ্যে দিয়ে তিনটি গৌরবময় রেকর্ড গড়েছেন সি আর সেভেন। এগুলো হলোÑ এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে টপকে। প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে গোল করার রেকর্ড। দেশ ও ক্লাব মিলিয়ে ৬০০তম গোলের মাইলফলক। অনন্য অর্জনের পর রোনাল্ডো বলেছেন, পরপর দুই বছর প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে পেরে আমরা সত্যিই আনন্দিত। মৌসুমটা আমি দারুণভাবে শেষ করেছি। এটা আরেকটি রেকর্ড, আর এই রেকর্ড খেলোয়াড়দের প্রাপ্য ছিল। কোয়ার্টার ফাইনালে বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে দুই লেগে পাঁচ গোল, সেমিফাইনালে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক, ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে দুই গোল। রোনাল্ডো রীতিমতো অপ্রতিরোধ্য, দুর্বার। ফাইনাল ম্যাচের ২০ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় রিয়াল। এই গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের তিনটি ফাইনালে গোলের রেকর্ড গড়েছেন পর্তুগীজ তারকা। ২০০৮ সালে ফাইনালে ম্যানইউর হয়ে প্রথমবার, ২০১৪ সালের ফাইনালে এ্যাটলেটিকোর বিরুদ্ধে দ্বিতীয়বার গোল করেছিলেন। কার্ডিফে এলো তৃতীয় ফাইনাল গোল। তবে সবই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লীগ নাম নেয়ার পর। কেননা ইউরোপিয়ান কাপের আমলে সাবেক রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো টানা পাঁচটি ফাইনালে গোল করার কীর্তি গড়ে রেখেছেন। ৬৪ মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোলে শিরোপা থেকে ছিটকে যায় জুভরা। এটি আসরে রোনাল্ডোর ১২তম গোল। তাতে বার্সিলোনার লিওনেল মেসিকে (১১) টপকে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন পর্তুগীজ অধিনায়ক। সেই সঙ্গে ক্লাব ও দেশ মিলিয়ে ৬০০টি গোলের মাইলফলকও স্পর্শ করেছেন পঞ্চমবার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এড়িয়ে থাকা সি আর সেভেন। এই গোলের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫২৯ গোল। বাকি ৭১ গোল পর্তুগালের জার্সিতে করেছেন। বর্ণিল রাতে রঙিন ক্যারিয়ারে আরও তিনটি অনন্য অর্জনের পালক যুক্ত করেছেন উচ্ছ্বসিত রোনাল্ডো। তিনি বলেন, এ জন্যই আমি নিজেকে প্রস্তুত করেছি। বড় শিরোপাগুলো জিততে মৌসুমের শেষে আপনাকে দারুণ কিছু করতে হবে। সবমিলিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগে মোট ১০৫টি গোল করেছেন রোনাল্ডো। রোনাল্ডো-রিয়াল সাফল্যে আকাশে ভাসলেও উল্টো অবস্থা জুভেন্টাসের। ইতালিয়ান চ্যাম্পিয়নদের চলছে শোকের মাতম। বিশেষ করে দলটির অধিনায়ক ও গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের হতাশা যেন একটু বেশিই। অনেক বড় স্বপ্ন নিয়েই কার্ডিফে নেমেছিলেন বর্ষীয়ান এই তারকা। কখনও জিততে পারেননি চাম্পিয়ন্স লীগ। এবার সেটা চেয়েছিলেন মনেপ্রাণে। কিন্তু তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো কাঁদতে হলো তাকে। ম্যাচ শেষে বুফন বলেন, এমন ম্যাচ জিততে যে ধরনের মনোভাব দরকার, যে মান দরকার, সেটা দেখিয়েই ম্যাচটা জিতেছে রিয়াল। জয়টা রিয়ালের মতো দলেরই প্রাপ্য।
×