ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৫:২৪, ৫ জুন ২০১৭

বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

জাহিদুল আলম জয় ॥ যা কোনদিন হয়নি সেটাই করে দেখাল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা দুই বছর শিরোপা জয়ের বিশ্বরেকর্ড গড়েছে স্প্যানিশ পরাশক্তিরা। শনিবার রাতে ২০১৬-১৭ মৌসুমের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে গ্যালাক্টিকোরা। ইংল্যান্ডের কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে পুরো ম্যাচে রিয়ালের কাছে পাত্তাই পায়নি জিয়ানলুইজি বুফনের দল। রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে তারা। ম্যাচের প্রথম ১০ মিনিট অবশ্য রিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলে জুভেন্টাস। কিন্তু এর পরের গল্প শুধুই রোনাল্ডো, ইস্কো, মডরিচ, ক্রুসদের। এদের ছন্দময় ফুটবলে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন চিয়েল্লিনি, হিগুয়াইন, দিবালা, কুয়ারডাডোরা। ম্যাচের প্রথমার্ধে রিয়ালের সঙ্গে পাল্লা দেয়ার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে দিশেহারা হয়ে পড়েন ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির ফুটবলাররা। এটি রিয়ালের রেকর্ড সর্বোচ্চ ১২তম চ্যাম্পিয়ন্স লীগ জয়। ১৫টি ফাইনাল খেলে এ কৃতিত্ব দেখাল দলটি। আর গত চার বছরে তিনবার ইউরোপ সেরার মুকুট উঠলো রিয়ালের শোকেসে। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো রিয়াল একই বছর লা লিগা ও ইউরোপিয়ান কাপের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে। এর আগেই অবশ্য রিয়াল ক্লাব ওয়ার্ল্ড কাপ ও ইউরোপিয়ান সুপার কাপের শিরোপাও জিতেছে। ১৯৯২ সালে ইউরোপীয় কাপ টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন্স লীগে পরিণত হওয়ার পর এই প্রথম ইউরোপের কোন ক্লাব টানা দুই বছর শিরোপা জিতল। রিয়ালের প্রধান কোচ হিসেবে মাত্র ১৭ মাসের মেয়াদে প্রথম কোচ হিসেবে পরপর দুটি ইউরোপিয়ান শিরোপার গর্বিত মালিক এখন জিনেদিন জিদান। এর আগে ১৯৮৯ ও ১৯৯০ সালে এসি মিলানের হয়ে আরিগো সাচ্চি পরপর দুটি শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। ম্যাচ শেষে গর্বিত জিদান তাই বলেছেন, খেলোয়াড় ও বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির জন্য এটি একটি অনন্য জয়। আমি দারুণ খুশি। কারণ লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লীগ জয় করা এত সহজ কাজ নয়। এই বছর আমরা এটা করে দেখিয়েছি। জিদানের উচ্ছ্বাসের দিনে তার প্রতিপক্ষ জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে সর্বোচ্চ সাতবার হারের দুঃখ যেন কিছুতেই ভুলতে পারছেন না তিনি। ম্যাচের শুরু থেকে অবশ্য জুভেন্টাসের পরপর কয়েকটি আক্রমণে রিয়াল কিছুটা পিছু হঠেছিল। এ সময় হিগুয়াইনের দুটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। মিরালেম পানিকের হাফ-ভলি মাদ্রিদ গোলরক্ষক এক হাতে রক্ষা করেন। তবে ২০ মিনিটে ডানদিক থেকে ডানি কারভাজালের সঙ্গে বল আদান প্রদান করে দারুণ দক্ষতায় গোল করে রিয়ালকে এগিয়ে নেন সি আর সেভেন। এই গোলের মাধ্যমে ১৯৯২ সালের আধুনিক চ্যাম্পিয়ন্স লীগের যুগে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর তিনটি ফাইনালে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন রোনাল্ডো। ২৭ মিনিটে বনুচ্চির ফ্লাইটেড পাস থেকে এ্যালেক্স সান্ড্রো হয়ে হিগুয়াইনের কাছে বল আসলে মারিও মানদুকিচ দারুণ দক্ষতায় দখলে নেন। এরপর ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড দুর্দান্ত ভলিতে নাভাসকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান ইতালিয়ান জায়ান্টদের। বিরতির পরে পুরো চিত্রটাই দখলে নেয় রিয়াল। ৬১ মিনিটে কাসেমিরো আবারও এগিয়ে দেন রিয়ালকে। ২৫ গজ দূর থেকে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জোরালো শট সামি খেদিরার পায়ে লেগে জালে জড়ায়। তিন মিনিট পর ডানদিক থেকে লুকা মডরিচের বাইলাইন ক্রসে রোনাল্ডো পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়িয়ে রিয়ালের শিরোপা প্রায় নিশ্চিত করেন। এই নিয়ে টুর্নামেন্টে ১২তম ও সবমিলিয়ে ১০৫তম গোল করেছেন রোনাল্ডো। কাফ ইনজুরির কারণে গত ২৩ এপ্রিল থেকে মাঠের বাইরে থাকা কার্ডিফের ঘরের ছেলে গ্যারেথ বেল শেষ ১৫ মিনিট করিম বেনজামার স্থানে খেলার সুযোগ পান। ৮২ মিনিটে ইস্কোর পরিবর্তে মাঠে নামা মার্কো এ্যাসেনসিও শেষ মিনিটে মার্সেলোর সহযোগিতায় দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। এর আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৮৪ মিনিটে মাঠ ছাড়েন জুভেন্টাসের কুয়ারডাডো। চ্যাম্পিয়ন হওয়ার পর প্রশংসায় ভাসছেন রিয়ালের ফুটবলাররা। অনেকেই বলছেন, রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কারণেই তাদের এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। তাদের মতে রিয়ালের রিজার্ভ বেঞ্চ বিশ্বসেরা। চ্যাম্পিয়ন্স লীগ ও স্প্যানিশ লা লিগা জেতায় ২০১৫-১৬ ফুটবল মৌসুমের দ্বিগুণ বোনাস পেতে চলেছেন রিয়ালের ফুটবলাররা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জেতায় ৬ কোটি ৩৩ লাখ টাকা বোনাস পেয়েছিলেন তারা। এবার ডাবলস জেতায় সেই বোনাসটা প্রায় দ্বিগুণ হয়েছে।
×