ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ বাড়তি বোলার চান হাবিবুল

প্রকাশিত: ০৫:২৩, ৫ জুন ২০১৭

আজ বাড়তি বোলার চান হাবিবুল

শাকিল আহমেদ মিরাজ ॥ কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আজ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। উদ্বোধনী ম্যাচে তিন শ’র ওপরে রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে যায় মাশরাফি বিন মর্তুজার দল। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে টাইগারদের আজ জিততেই হবে। কিন্তু কাজটা কঠিন। ইতিহাস-পরিসংখ্যান, কাগজে-কলমে, শক্তি-সামর্থ্যে সকল বিচারেই এগিয়ে অস্ট্রেলিয়া। বিষয়টা স্বীকার করে নিয়েই ভাল কিছু পেতে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন হাবিবুল বাশার। টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে লেখা বিশেষ কলামে এমনটা জানিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। স্পিন বোলিং-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে একাদশে রাখার পক্ষে যুক্তি দেখিয়েছেন হাবিবুল। ‘আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একজন বোলার কম নিয়ে কিছু কৌশলগত ভুল করে বাংলাদেশ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে অফস্পিনার মিরাজকে একাদশে রাখা যেতে পারে। কারণ প্রতিপক্ষ দলের ওপেনিং এবং টপ-অর্ডারে এমন অনেক ব্যাটসম্যান আছে যারা ইনিংসের শুরুতে স্পিনারদের খেলতে স্বচ্ছন্দ নয়। মিরাজ এক্ষেত্রে দারুণ কার্যকর হতে পারে। টেস্ট অভিষেকে সে একাই ইংল্যান্ডের বিপক্ষে জিতিয়ে দিয়েছিল। এরপর কোন ম্যাচেই খারাপ বল করেনি। বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে একজন বিশেষজ্ঞ স্পিনারের প্রয়োজনীয়তা সবসময়ই থেকে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে ইমরান তাহির কিন্তু অসাধরণ করেছে। টুর্নামেন্টে প্রায় প্রতিটি ম্যাচে রান হচ্ছে, বোলারদের জন্য যেটি বাড়তি চ্যালেঞ্জ। এ কারণেই তাদের দায়িত্বটাও বেশি। এই ম্যাচে অবশ্যই আমি বাড়তি বোলার নিয়ে নামার পক্ষে।’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ ব্যাটসম্যান খেলিয়ে ৩০৫ রান করে বাংলাদেশ। কিন্তু বোলারদের ব্যর্থতায় হারে ৮ উইকেটে। প্রয়োজনীয় মুহূর্তে বোলারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন অধিনায়ক। সাকিব আল হাসান-রুবেল হোসেনরা বেধড়ক পিটুনি খাওয়ায় মাশরাফিকে তাই সাব্বির রহমানের হাতে বল তুলে দিতে হয়েছে। একই ভেন্যু কেনিংটন ওভালেই আজকের ম্যাচ। হাবিবুলের মতে, ‘যদি বৃষ্টি না হয় তাহলে ম্যাচটা হয়ত ফ্ল্যাট পিচেই অনুষ্ঠিত হবে। স্পষ্ট করে বললে সেক্ষেত্রে আমি মিরাজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখতে চাই। মাশরাফি মিরাজ দিয়ে নতুন বলে বোলিং করাতে পারবে। আর বল যখন পুরাতন হবে তখনও ওর কাছ থেকে ভাল কিছু প্রত্যাশা করা যাবে। বাংলাদেশের অবশ্যই পাঁচ বোলার নিয়ে মাঠে নামা উচিত।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই চাপে থাকবে বলেও মনে করেন তিনি, ‘এজবাস্টনে যেহেতু ফল আসেনি অসিদের জন্য তাই আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। ওরা অনেক চাপে থাকবে।’ তবে সর্বোপরি অস্ট্রেলিয়াই এগিয়ে বলে মত হাবিবুলের, ‘আপনি যদি দুই দলের মধ্যে তুলনা করেন তাহলে অবশ্যই আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখব। মিডল অর্ডারে গ্লেন মাক্সওয়েলের মতো ব্যাটসম্যান আছে, বেন স্টোকসের মতো সে যে কোন সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথের কথা নতুন করে বলার প্রয়োজন নেই। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সদের নিয়ে বোলিং আক্রমণ সমৃদ্ধ।’
×